Olympic Cricket Teams: আইসিসি-র তরফ থেকে অলিম্পিকে খেলার জন্য যে যোগ্যতার মাপকাঠি ভাবা হয়েছে, তার ধারেকাছে নেই পাকিস্তান। তবে কোনও সমস্যা নেই ভারতের।
Olympic Cricket Teams: অলিম্পিকে ফিরছে ক্রিকেট (olympic cricket teams 2028)। ১২৮ বছর পর, অলিম্পিকে দেখা যাবে ২২ গজের লড়াই। তবে সেখানে পাকিস্তানের খেলার সম্ভাবনা ক্রমশ কমে আসছে (olympic cricket qualification)।
কারণ, আইসিসি-র তরফ থেকে অলিম্পিকে খেলার জন্য যে যোগ্যতার মাপকাঠি ভাবা হয়েছে, তার ধারেকাছে নেই পাকিস্তান। তবে কোনও সমস্যা নেই ভারতের। আগামী ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে, টি-২০ ফরম্যাটে পুরুষ এবং মহিলাদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ১৭ দিন ধরে।
টি পুরুষ দল এবং ৬টি মহিলা দল
সেই বছরের ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা। প্রসঙ্গত, অলিম্পিক কমিটির তরফ থেকে আগেই জানানো হয় যে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ম্যাচ হবে মোট ৬টি দলের। অর্থাৎ, ৬টি পুরুষ দল এবং ৬টি মহিলা দল।
কিন্তু খেলবে কারা? মানে যোগ্যতার মাপকাঠি কী হবে? এবার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইসিসি। সেই নিরিখে দেখতে গেলে, বাদ যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সূত্রের খবর, প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাবে। এশিয়া, ইউরোপ, ওশিয়ানিয়া এবং আফ্রিকার র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলগুলি খেলতে নামবে।
তবে এখনও পর্যন্ত র্যাঙ্কিং অনুযায়ী, এশয়া থেকে ভারত, আফ্রিকা মহাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা এবং ওশিয়ানিয়া থেকে অস্ট্রেলিয়া যোগ্যতা অর্জন করতে পারে। ইউরোপ থেকে আবার ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের মিলিত দল গ্রেট ব্রিটেনও রয়েছে। আয়োজক দেশ হিসেবে আমেরিকা তো থাকছেই। কিন্তু সেই দেশের ক্রিকেটের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজকে অগ্রাধিকার দেওয়া হবে?
সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে খবর। এরপর আর একটি জায়গাই বাকি থাকে। তার জন্য যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে আসতে হবে। সেখানে আবার নিউজিল্যান্ডের মতো দলও থাকবে লড়াইতে।
তবে অলিম্পিকের যোগ্যতা অর্জনের সময় যতই এগিয়ে আসবে, ততই কিন্তু পরিস্থিতি বদলে যেতে পারে। বিশেষ করে, যদি বর্তমান র্যাঙ্কিং পরিবর্তন হয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, পাকিস্তানের কপাল খুলে যেতে পারে। তবে সেটা হলেও ভারত এবং পাকিস্তানকে এক গ্রুপে ফেলার সম্ভাবনা কম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

