PBKS vs RR Live Updates: জয়পুরে যেন ধুন্ধুমার লড়াই। মুখোমুখি হয়েছিল পাঞ্জাব বনাম রাজস্থান (PBKS vs RR 2025)

PBKS vs RR Live Updates: আইপিএলে রবিবার, প্রথম ম্যাচে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস (Punjab Kings vs Rajasthan Royals)।

সেই ম্যাচেই বড় জয় হাসিল করল পাঞ্জাব

Scroll to load tweet…

এদিন টসে জিতে ব্যাটিং নেয় পাঞ্জাব কিংস। তবে তাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রিয়াংশ আর্য ফিরে যান মাত্র ৯ রানে এবং প্রভসিমরান সিং করেন মাত্র ২১ রান। মিচেল ওয়েন ‘শূন্য’ হাতে প্যাভিলিয়নে ফেরেন এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের সংগ্রহে ৩০ রান (rajasthan royals vs punjab kings players)। 

তবে এদিন দলের হয়ে যথেষ্ট দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন তরুণ ব্যাটার নেহাল ওয়াধেরা। উপহার দেন ৩৭ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস। সেইসঙ্গে, ৩০ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন শশাঙ্ক সিং। শেষদিকে নেমে ৯ বলে ২১ রান করে দলকে আরও ভালো জায়গায় পৌঁছে দেন আজমাতুল্লাহ ওমরজাই। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে কিংস ব্রিগেড (ipl match today)। 

Scroll to load tweet…

রাজস্থানের হয়ে ২টি উইকেট পেয়েছেন তুষার দেশপাণ্ডে। ১টি করে উইকেট নেন কোয়েনা মাফাকা, আকাশ মাধওয়াল এবং রিয়ান পরাগ (rr vs pbks 2025)। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে রয়্যালসরা। যশস্বী জয়সওয়াল করেন ৫০ রান, বৈভব সূর্যবংশীর ঝুলিতে ৪০ রান এবং অধিনায়ক স্যামসনের সংগ্রহে ২০ রান। এছাড়া রিয়ান পরাগ করেন ১৩ রান। তবে ৩১ বলে ৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ধ্রুভ জুরেল। অপরদিকে শিমরন হেটমেয়ারের সংগ্রহে মাত্র ১১ রান, শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৯ রান তুলতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস (PBKS vs RR 2025 Live score)। 

Scroll to load tweet…

পাঞ্জাবের হয়ে ৩টি উইকেট নেন হরপ্রীত ব্রার, ২টি করে উইকেট পেয়েছেন আজমাতুল্লাহ ওমরজাই এবং মার্কো জ্যানসেন। 

 পাঞ্জাব কিংস জয়ী ১০ রানে এবং ম্যাচের সেরা হরপ্রীত ব্রার। আর এই জয়ের সুবাদে পাঞ্জাব রইল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।