2025 ICC Women's Cricket World Cup: রবিবার ভারতের মহিলা ক্রিকেট দল ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এবার তিনি ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন।

DID YOU
KNOW
?
প্রধানমন্ত্রীর অভিনন্দন
রবিবার ভারতীয় দল মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Prime Minister Narendra Modi: সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার নয়াদিল্লিতে (New Delhi) গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ওডিআই বিশ্বকাপজয়ী (2025 ICC Women's Cricket World Cup) মহিলা ক্রিকেট দল (India Women Cricket Team)। এর আগে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup) জয়ের পর ভারতের পুরুষ ক্রিকেট দলের সঙ্গেও দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার তিনি মহিলা দলের সঙ্গে দেখা করছেন। ভারতের মহিলা ক্রিকেট দল সিনিয়র পর্যায়ে প্রথমবার যে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জেতায় সারা দেশ উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্টের মাধ্যমে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। এবার ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাঁদের অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী। বিসিসিআই (BCCI) কর্তারাও এই সাক্ষাতে থাকতে পারেন।

মহিলা দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

রবিবার রাতে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে (India Women vs South Africa Women) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল। ফাইনালের পারফরম্যান্সে দক্ষতা ও আত্মবিশ্বাসের ছাপ দেখা গেল। দল সারা বিশ্বকাপ জুড়ে ব্যতিক্রমী দলগত পারফরম্যান্স এবং দৃঢ়তার পরিচয় দিল। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলার সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করবে।’

Scroll to load tweet…

মহিলা ক্রিকেটারদের অভিনন্দনবার্তা অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মহিলা ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে 'এক্স' হ্যান্ডলে লেখেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে কুর্ণিশ। এটা সারা দেশের জন্য অত্যন্ত কৃতিত্ব ও সাফল্যের মুহূর্ত। আমাদের দল মহিলাদের ওডিআই বিশ্বকাপ জয় করল। ভারতের গর্ব আকাশে পৌঁছে গেল। আপনাদের অগ্রণী ক্রিকেটীয় পারফরম্যান্স লক্ষ লক্ষ মেয়ের জন্য অনুপ্রেরণার পথ তৈরি করে দিল। পুরো দলকে অভিনন্দন।’ রাজনৈতিক মহলের আরও অনেক ব্যক্তিত্বই ভারতের মহিলা ক্রিকেটারদের এই সাফল্যকে কুর্ণিশ জানিয়েছেন। সারা দেশ মহিলা ক্রিকেটারদের নিয়ে গর্বিত। সবাই আশা করছেন, ভবিষ্যতে আরও সাফল্য পাবে দল।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।