Prithvi Shaw: দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। প্রায় ৬ মাস পর, ২২ গজে ফিরলেন পৃথ্বী শ।
Prithvi Shaw: মুম্বই টি-২০ ক্রিকেট লিগে নর্থ মুম্বই প্যান্থার্সের মার্কি প্লেয়ার হয়ে উপহার দিলেন অনবদ্য ইনিংস।প্রায় ৬ মাস পর, ২২ গজে ফিরলেন পৃথ্বী শ (prithvi shaw mumbai t20 team)। সেইসঙ্গে, দলকে নেতৃত্বও দিচ্ছেন তিনি।
তবে দীর্ঘদিন পর, ২২ গজে ফিরেই প্রথম ম্যাচে মাত্র ৫ রানে আউট হয়ে গেছিলেন পৃথ্বী
কিন্তু দ্বিতীয় ম্যাচে ফের ছন্দে ফিরে এসেছেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে, তাঁকে শেষবার দেখা গেছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে।
কিন্তু সদ্য শেষ হওয়া আইপিএল-এর মেগা নিলামে কোনও দল বিডই তোলেনি পৃথ্বীর জন্য। মাত্র ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস থাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। তবে এবার যে তিনি ক্রিকেটের মূলস্রোতে ফেরার চেষ্টা করছেন, সেটা তাঁর খেলা দেখেই বোঝা যাচ্ছে।
আন্ধেরির বিরুদ্ধে ম্যাচে রীতিমতো বিধ্বংসী ব্যাটিং করেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে একটা সময় ৫৫ রানে ৫ উইকেট পড়ে গেছিল শিবম দুবের দলের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মুম্বই প্যান্থার্সের সামনে ১৩৫ রানের লক্ষ্যমাত্রা রাখে তারা।
এরপর জবাবে ব্যাট করতে নেমে, ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই প্যান্থার্স। তাদের হয়ে ওপেন করতে নামা পৃথ্বী শ এদিন শুরু থেকেই চালাতে শুরু করেন।
তাঁকে যোগ্য সঙ্গত করেন দিব্যাংশ সাক্সেনা। তাদের দুরন্ত পার্টনারশিপের সুবাদে ৫৮ রান ওঠে। তবে, মুশির খানের বলে স্টেপ আউট করে শট নিতে গিয়ে স্টাম্প আউট হন পৃথ্বী। কিন্তু ততক্ষণে আসল কাজটি করে দিয়েছেন তিনি। তাঁর ঝুলিতে তখন ২৩ বলে ৩৩ রান। পৃথ্বীর ইনিংসে ছিল ৪টি চার এবং ১টি ছক্কা। স্ট্রাইক রেট ১৪৫।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।