Rahul Dravid: আইপিএল-এর দল রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে পদত্যাগ করলেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। আর তারপরেই তাঁকে নিয়ে জল্পনা শুরু।
Rahul Dravid: রাজস্থান ছাড়লেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। আইপিএল-এর দল রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে পদত্যাগ করলেন কিংবদন্তি রাহুল দ্রাবিড় (rajasthan royals rahul dravid)। আর তারপরেই তাঁকে নিয়ে জল্পনা শুরু (rahul dravid resign)।
গত বছরই রয়্যালসদের দায়িত্বে এসেছিলেন দ্রাবিড়
কার্যত, ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার তথা গত মরশুমে রাজস্থানের কোঁচ রাহুল দ্রাবিড়। স্বাভাবিকভাবেই, তিনি আর রাজস্থান রয়্যালসের কোচের পদে থাকবেন না। প্রসঙ্গত, গত বছরই রয়্যালসদের দায়িত্বে এসেছিলেন দ্রাবিড়। জানা যাচ্ছে, মূলত ব্যক্তিগত কারণের জন্যই রাহুল দ্রাবিড় আর দায়িত্বে থাকতে চাইছেন না। শনিবার, রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের তরফ থেকে সরকারিভাবে সোশ্যাল মিডিয়াতে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, রাজস্থান কর্তৃপক্ষ তাঁকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চেয়েছিল। কিন্তু সেই কথায় রাজি হননি দ্রাবিড় নিজেই। একটি বিবৃতি দিয়ে রাজস্থান কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘আসন্ন ২০২৬ সালে, আইপিএল-র আগেই আমাদের দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। তিনি বহু বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন। তাঁর নেতৃত্বে একাধিক প্রজন্মের ক্রিকেটার উঠে এসেছেন এবং অনুপ্রাণিত হয়েছেন। আমাদের দলের মূল্যবোধ তৈরির ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্থান রয়্যালস দলে গঠনগত কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতোই, রাহুল দ্রাবিড়কে আমরা আরও বড় দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তিনি সেই দায়িত্ব নিতে রাজি হননি। তবে তাঁর দুর্দান্ত অবদানের জন্য রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ, ক্রিকেটাররা এবং সমর্থকদের পক্ষ থেকে রাহুলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।’’
কোন দলে যেতে পারেন রাহুল দ্রাবিড়?
আর রাজস্থানের সঙ্গে বিচ্ছেদের পরেই, ক্রিকেটমহলে শুরু হয়ে গেছে জল্পনা। এবার কোন দলে যেতে পারেন তিনি? শোনা যাচ্ছে, রাহুল দ্রাবিড়কে হেডকোচ হিসেবে পেতে সবথেকে বেশি আগ্রহী কলকাতা নাইট রাইডার্স। কারণ, ইতিমধ্যেই তারা চন্দ্রকান্ত পণ্ডিতকে দলের হেড কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে। আপাতত কেকেআর-এর মেন্টর হিসেবে আছেন ডোয়েন ব্র্যাভো। কিন্তু এখনও যেহেতু টিমে কোনও হেডকোচ নেই, তাই দ্রাবিড়কে পেতে কেকেআর যে যথেষ্ট আগ্রহী, সেটা বোঝাই যাচ্ছে।
তবে দ্রাবিড়কে পাওয়ার বিষয়ে লড়াইতে কেকেআর ছাড়াও অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও আগ্রহী হতে পারে বলে খবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


