সংক্ষিপ্ত

এবারের রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জয় পেল না বাংলা। প্রথম ২ ম্যাচই ড্র করলেন মনোজ তিওয়ারিরা। ফলে শুরুতেই ধাক্কা খেল বাংলা।

উত্তরপ্রদেশের কুয়াশা মারাত্মক। দৃশ্যমানতা শূন্যে নেমে আসে। এবারের শীতে কুয়াশার দাপট বেড়েছে। কানপুরের গ্রিন পার্কে রঞ্জি ট্রফিতে বাংলা-উত্তরপ্রদেশ ম্যাচেও প্রভাব ফেলল কুয়াশা। ম্যাচের প্রথম ৩ দিন তবু খেলা সম্ভব হয়েছিল, কিন্তু সোমবার চতুর্থ দিন কুয়াশার জন্য খেলা শুরু করাই সম্ভব হল না। ফলে নিরুত্তাপ ড্র হয়ে গেল এই ম্যাচ। দ্বিতীয় ইনিংসে বাংলার চেয়ে মাত্র ৫০ রানে এগিয়েছিল উত্তরপ্রদেশ। নীতীশ রানার দল ৪ উইকেট খুইয়ে বসেছিল। ফলে চতুর্থ দিন সকালে খেলা শুরু হলে বাংলার জয়ের আশা ছিল। কিন্তু উত্তরপ্রদেশকে সাহায্য করল আবহাওয়া। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেল বাংলা। উত্তরপ্রদেশ পেল ১ পয়েন্ট। এই ১ পয়েন্ট পাওয়ার জন্য অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের পাশাপাশি আবহাওয়ারও কৃতিত্ব রয়েছে।

ভালো পারফরম্যান্স দেখিয়েও পয়েন্ট নষ্ট বাংলার

এই ম্যাচের শুরু থেকেই উত্তরপ্রদেশকে চাপে ফেলে দিয়েছিল বাংলা। ঘরের মাঠেই বিধ্বস্ত হয় উত্তরপ্রদেশ দল। কিন্তু আবহাওয়া সহায় হয়ে উঠল। না হলে এই ম্যাচ থেকে বাংলার পুরো পয়েন্ট প্রাপ্য ছিল। প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায় উত্তরপ্রদেশ। এরপর প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলা। তৃতীয় দিন খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশের রান ছিল ৪ উইকেটে ১৭৮। চতুর্থ দিন খেলা শুরু হলে দ্রুত বাকি ৬ উইকেট নেওয়ার জন্য তৈরি ছিলেন বাংলার পেসাররা। কিন্তু আবহাওয়া তাঁদের সেই সুযোগই দিল না।

বাংলার প্রাপ্তি মহম্মদ কাইফ

এবারের রঞ্জি ট্রফিতে প্রথম ২ ম্যাচেই বাংলার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সাফল্য পেয়েছেন তিনি। পরের ম্যাচগুলিতে এই ফর্ম ধরে রাখাই কাইফের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sachin Tendulkar: গেমিং অ্যাপের বিজ্ঞাপনে সারার নাম করে ভুয়ো ভিডিও, সরব সচিন

Virat Kohli: 'বিরাট কোহলিকে আলিঙ্গনের স্বপ্নপূরণ হল,' উচ্ছ্বসিত অনুপ্রবেশকারী, ভাইরাল ভিডিও

India Vs Afghanistan: ফের নায়ক শিবম দুবে, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের