Ranji Trophy 2025: এই ম্যাচে টসে জিতে বল বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ। আর ব্যাট করতে নেমে বেজায় বিপাকে পড়ে উত্তরাখণ্ড। 

Ranji Trophy 2025: রঞ্জি ট্রফি অভিযান শুরু করল বাংলা (ranji trophy 2025)। বুধবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে রঞ্জি ট্রফির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। যে খেলায় মুখোমুখি বাংলা বনাম উত্তরাখণ্ড (ranji trophy 2025 live score today match)। 

টসে জিতে বোলিং বাংলার

এই ম্যাচে টসে জিতে বল বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ। আর ব্যাট করতে নেমে বেজায় বিপাকে পড়ে উত্তরাখণ্ড। মাত্র ১২ রানে ফিরে যান ওপেনার অবনীশ সুধা এবং ২৩ রান করেন দলের উইকেটরক্ষক-ব্যাটার প্রশান্ত চোপড়া। অন্যদিকে, অধিনায়ক কুনাল চান্ডেলার সংগ্রহে মাত্র ৭ রান। নিঃসন্দেহে মিডল অর্ডারে নেমে অধিনায়কোচিত ইনিংস একেবারেই খেলতে পারেননি তিনি। 

তবে ভূপেন লালওয়ানি বেশ ভালো লড়াই করেন। গুরুত্বপূর্ণ ৭১ রান যোগ করেন তিনি স্কোরবোর্ডে। সেইসঙ্গে, ১৭ রান করেন শাশ্বত ডাঙ্গওয়াল, যুবরাজ চৌধুরীর ঝুলিতে ১৯ রান এবং জগদীশা সুচিতের সংগ্রহে ২৫ রান। অন্যদিকে, অভয় নেগি ২৮ রান এবং জনমেজয় জোশী ৫ রান যোগ করেন। রাজন কুমার এবং দেবেন্দ্র সিং বোরা খালি হাতে প্যাভিলিয়নে ফেরেন।

ব্যাট করতে নেমেছে বাংলা

শেষপর্যন্ত, ২১৩ রানে শেষ হয়ে যায় উত্তরাখণ্ডের ইনিংস। বাংলার হয়ে ম্যাচের প্রথম দিন আগুনে বোলিং করেন সুরজ সিন্ধু জয়সওয়াল। অন্যদিকে, ৩টি করে উইকেট পেয়েছেন মহম্মদ শামি এবং ঈশান পোড়েল।

Scroll to load tweet…

জবাবে ব্যাট করতে নেমেছে বাংলা। আপাতত প্রথম দিনের শেষে, বাংলার স্কোর এক উইকেট হারিয়ে ৮ রান। অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণকে খালি হাতে ফেরান দেবেন্দ্র সিং বোরা। ক্রিজে সুদীপ চ্যাটার্জী ১ রানে এবং সুদীপ কুমার ঘরামি ৭ রানে অপরাজিত আছেন। 

বাংলা এই মুহূর্তে পিছিয়ে আছে ২০৫ রানে। তবে প্রথমদিন নিঃসন্দেহে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে উত্তরাখণ্ড। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।