সংক্ষিপ্ত
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন শক্তি হিসেবে উঠে আসছে নেপাল। প্রথমবার এশিয়া কাপ খেলেছে হিমালয়ের কোলের এই দেশ। কিন্তু এরই মধ্যে অপরাধের জালে জড়িয়ে গেলেন নেপালের তারকা ক্রিকেটার।
নাবালাকিকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন নেপালের ক্রিকেটার সন্দীপ ল্যামিছানে। শুক্রবার তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে এই অপরাধের সাজা এখনও ঘোষণা করা হয়নি। পরবর্তী শুনানিতে সন্দীপের কারাদণ্ডের রায় দিতে পারে আদালত। ১৭ বছরের একটি মেয়ে অভিযোগ করে, ২০২২ সালের অগাস্টে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর একটি হোটেলে তাকে ধর্ষণ করেন সন্দীপ। এই অভিযোগে নেপালের তৎকালীন অধিনায়ককে গ্রেফতার করা হয়। এ বছরের জানুয়ারিতে অবশ্য সন্দীপকে জামিনে মুক্তি দেয় আদালত। কিন্তু এবার দোষী সাব্যস্ত হলেন তিনি। ফলে আপাতত আইনি জট কাটানোর উপায় নেই। আদালত রায় স্থগিত না করলে বা বদল না করলে নেপালের এই ক্রিকেটারকে কারাগারের অন্ধকারেই থাকতে হবে।
কাঠমাণ্ডুর আদালতে দোষী সাব্যস্ত সন্দীপ
শুক্রবার সন্দীপকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করেছে কাঠমাণ্ডু জেলা আদালত। বিচারক শিশির রাজ ঢাকলের সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছে। রবিবার থেকে শুরু হয় এই মামলার শুনানি। শেষপর্যন্ত দোষী সাব্যস্ত হলেন নেপালের প্রাক্তন অধিনায়ক। পরবর্তী শুনানিতে জানা যাবে কতদিন জেলে থাকতে হবে এই ক্রিকেটারকে।
জানুয়ারি থেকে জামিনে মুক্ত সন্দীপ
এ বছরের ১২ জানুয়ারি সন্দীপকে জামিনে মুক্তি দেয় পাটন হাইকোর্ট। এরপর থেকেই জেলের বাইরে আছেন এই ক্রিকেটার। গ্রেফতার হওয়ার পর আদালতে রিভিউ পিটিশন দাখিল করেন সন্দীপ। তাঁর আর্জি খতিয়ে দেখে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় বিচারক ধ্রুব রাজ নন্দ ও রমেশ দাহালের জয়েন্ট বেঞ্চ। ২০ লক্ষ টাকার বিনিময়ে জামিন পান সন্দীপ। এর আগে ২০২২ সালের ৪ নভেম্বর সন্দীপকে আটক করে জেরা করার জন্য সুন্ধরার সেন্ট্রাল জেলে পাঠানোর নির্দেশ দেয় কাঠমাণ্ডু জেলা আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়ে জামিন পান সন্দীপ। তবে রেহাই পেলেন না এই ক্রিকেটার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
MS Dhoni: ভালো খাবারের জন্য পাকিস্তানে যাওয়ার পরামর্শ ধোনির, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, ভাইরাল ভিডিও
India Vs South Africa: অনুশীলন শুরু, কেপ টাউন টেস্টে খেলতে পারেন রবীন্দ্র জাদেজা