সংক্ষিপ্ত
RCB vs MI Live Updates: মুম্বইয়ের ডেরাতে ঢুকে তাণ্ডব চালালেন কোহলিরা।
RCB vs MI Live Updates: আইপিএল-এর (IPL 2025 ) মঞ্চে অন্যতম হাইভোল্টেজ ম্যাচে সোমবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Royal Challengers Bangalore vs Mumbai Indians)।
সেই ম্যাচেই ১২ রানে জয় পেল বেঙ্গালুরু। এদিন টসে জিতে বোলিং নেয় মুম্বই। তবে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা খায় বেঙ্গালুরু। ফিল সল্ট প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৪ রানে (IPL 2025 live score)। কিন্তু দলের হাল ধরেন বিরাট কোহলি। খেলেন ৪২ বলে ৬৭ রানের অসাধারণ ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গত দেন দেবদূত পাডিক্কাল (IPL 2025 Match Schedule)। তিনি করেন ২২ বলে ৩৭ রান। তবে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের প্রশংসা করতেই হয়। তাঁর ঝুলিতে ৩২ বলে ৬৪ রান। লিভিংস্টোন খালি হাতে ফিরলেও জীতেশ শর্মা ১৯ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন।
শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২২১ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs MI Live score)। নিঃসন্দেহে মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে গিয়ে দাপট দেখাল তারা (RCB vs MI 2025)।
অন্যদিকে, এদিনও মুম্বইয়ের প্রথম একাদশে ছিলেন না রোহিত। এদিকে মুম্বইয়ের হয়ে এই ম্যাচে ২টি করে উইকেট পেয়েছেন অধিনায়ক হার্দিক এবং ট্রেন্ট বোল্ট। তবে মুম্বইয়ের বোলিং লাইন-আপ নিয়ে এদিনও প্রশ্ন উঠে গেল। বোল্ট দুটি উইকেট পেলেও চার ওভারে ৫৭ রান দিয়েছেন। হার্দিক নিজে দিয়েছেন ৪৫ রান। ফলে, বোঝাই যাচ্ছে যে, ব্যাট হাতে রীতিমতো দাপট দেখিয়েছেন বেঙ্গালুরু ব্যাটাররা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে মুম্বই। দলের দুই ওপেনার রোহিত এবং রিকেলটন ফিরে যান ১৭ রানে। উইল জ্যাকস করেন মাত্র ২২ রানে এবং সূর্যকুমারের ঝুলিতে মাত্র ২৮ রান। তবে তিলক ভার্মা কিছুটা লড়াই করেন, তাঁর সংগ্রহে ২৯ বলে ৫৬ রান। হার্দিকও অনেকটা চেষ্টা করেন। তাঁর ঝুলিতে ১৫ বলে ৪২ রান। তারা ছাড়া আর সেইভাবে কেউ বড় রান পাননি। ফলে, যা হওয়ার তাই হয়েছে। আসলে রান তাড়া করে জেতার জন্য যে মানসিকতা এবং পরিকল্পনার দরকার ছিল, মুম্বইয়ের ক্ষেত্রে তার কিছুটা খামতি ছিল বলেই মনে করছে ক্রিকেটমহল (RCB vs MI 2025 Highlights)।
আর ঠিক উল্টোদিকে সঠিক জায়গায় এদিন হাল ধরেন বেঙ্গালুরু ব্যাটাররা। বলা চলে, সল্ট ফিরে গেলেও ঠাণ্ডা মাথায় খেললেন কোহলি। সেইসঙ্গে, বাকি কাজটা করে গেলেন পাডিক্কাল, পাতিদার এবং জীতেশ। আর তাই জয়ও তাড়া ছিনিয়ে নিলেন।
শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তুলতে সক্ষম হয় মুম্বই ইন্ডিয়ান্স।
এদিন বেঙ্গালুরুর হয়ে ৪টি উইকেট নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া। অন্যদিকে, ২টি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড এবং যশ দয়াল। মুম্বই জয়ী ১২ রানে এবং ম্যাচের সেরা রজত পাতিদার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।