RCB vs RR Probable Playing XI: আরও একটি দুরন্ত লড়াইয়ের অপেক্ষা। মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু বনাম রাজস্থান (RCB vs RR)।
RCB vs RR Probable Playing XI: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে আরও একটি হাইভোল্টেজ লড়াই। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায়, মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস (Royal Challengers Bangalore vs Rajasthan Royals)।
সবথেকে বড় বিষয়, চলতি আইপিএলে (Indian Premier League) দুই দলের ইতিমধ্যেই একবার সাক্ষাৎ হয়ে গেছে। সেই ম্যাচে জয়পুরে গিয়ে কার্যত, রাজস্থানের ঘরের মাঠে বড় জয় তুলে নেয় বেঙ্গালুরু। স্বাভাবিকভাবেই, এই ম্যাচে সেই হারের বদলা নিতে চাইবেন রিয়ান পরাগরা (IPL 2025 Score)।
অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচেও পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়েছে আরসিবি। ফলে, আত্মবিশ্বাসের দিক দিয়ে তারা অনেকটাই এগিয়ে থেকে এদিনের ম্যাচে খেলতে নামবে। ফলে, বিরাট কোহলি, অধিনায়ক রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জীতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউডের দিকে অবশ্যই চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (RCB vs RR 2025 Dream 11 Prediction)।
আর ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে, গত ম্যাচে আবার লখনউয়ের কাছে পরাজিত হয়েছে রাজস্থান (RCB vs RR Live Score)। তাই লড়াইতে ফিরতে গেলে এই ম্যাচে জয় তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাছাড়া একাধিক তারকা রয়েছেন এই দলে। এদিনের ম্যাচে তাই যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, নীতিশ রানা, শিমরন হেটমেয়ার, ধ্রুভ জুরেল, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকশানার দিকে নজর রাখতেই হচ্ছে।
এই মুহূর্তে আইপিএল-এর পয়েন্ট টেবিলে (IPL 2025 Points Table) বেঙ্গালুরু আছে ৪ নম্বরে এবং রাজস্থান আছে ৮ নম্বরে।
দুটি দলের সম্ভাব্য প্রথম একাদশে কারা থাকতে পারেন? (RCB vs RR 2025 Probable Playing XI)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশঃ ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক),লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সুয়শ শর্মা
ইমপ্যাক্ট সাবঃ দেবদূত পাডিক্কাল, রাসিখ দার সালাম, মনোজ ভান্ডাগে, জেকব বেথেল, স্বপ্নিল সিং
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, রিয়ান পরাগ (অধিনায়ক), নীতিশ রানা, ধ্রুভ জুরেল (উইকেটকিপার-ব্যাটার), শিমরন হেটমেয়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা
ইমপ্যাক্ট সাবঃ বৈভব সূর্যবংশী, যুধবীর সিং চরক, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, কুণাল সিং রাঠোর
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

