Rishabh Pant: ভাঙা পা নিয়েই চালিয়ে গেলেন লড়াই। মনে করিয়ে দিলেন সেই এককালের অনিল কুম্বলেকে। 

Rishabh Pant: চোট এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে, মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন। সেই ঋষভ পন্থ ফের ব্যাট করতে নামলেন ২২ গজে এবং তাঁর দুরন্ত লড়াই ক্রিকেটপ্রেমীরা মনে রাখতে বাধ্য। 

খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে নামলেন পন্থ 

তাঁর এই দায়বদ্ধতা দেখে রীতিমতো মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। ডান পায়ের পাতায় এতটাই জোরালো আঘাত তৈরি হয় যে, মাঠকর্মীদের গাড়িতে করে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। কিন্তু বৃহস্পতিবার, সেই পা নিয়েই হেঁটে মাঠে নামলেন পন্থ। গোটা স্টেডিয়ামকে তখন দাঁড়িয়ে দেখছে তাঁর এই অনন্য কীর্তি। সদ্য আউট হওয়া শার্দূল ঠাকুরও তখন দাঁড়িয়ে পন্থের জন্য।

ম্যাঞ্চেস্টার টেস্টে যে পন্থ আবার ব্যাট করতে পারবেন, সেটা কিন্তু ভাবা যায়নি। যিনি ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না, তিনি খেলবেন কীভাবে? এমনকি, ভারতীয় ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছিল, পন্থের পক্ষে খেলা সম্ভব নয়। শুভমন গিলদের কি তবে ১০ জনে খেলতে হবে? ঠিক সেই পরিস্থিতিতেই, শার্দূল আউট হতেই টেলিভিশনের ক্যামেরার ফোকাস তখন ভারতীয় ড্রেসিংরুমের দিকে। 

কার্যত, সকলকে অবাক করে দিয়ে দেশের স্বার্থে ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ

দেখে বোঝা যাচ্ছিল, দোতলার সাজঘর থেকে সিঁড়ি ভেঙে নামতে বেশ কষ্ট হচ্ছিল এই ভারতীয় ব্যাটারের। রেলিং ধরে সাবধানে নামলেন। ততক্ষণ মাঠেই অপেক্ষা করেছেন শার্দূল। মাঠ ছুঁয়ে প্রণাম করে বাউন্ডারি লাইনের ভিতরে পা রাখেন তিনি। তারপর একবার ড্রেসিংরুমের দিকে ফিরে আকাশের দিকে তাকালেন এবং নমস্কার করে এগিয়ে গেলেন পিচের দিকে। এই পুরো সময়টা উঠে দাঁড়িয়ে ঋষভ পন্থকে স্বাগত জানিয়েছেন ম্যাঞ্চেস্টারের দর্শকেরা। 

স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে অপেক্ষা করেছে ইংল্যান্ড 

শার্দূল আউট হওয়ার পর থেকে পন্থের গার্ড নেওয়া পর্যন্ত, প্রায় ২ মিনিটের বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছিল। বেন স্টোকস চাইলে ‘টাইমড আউট'-এর আবেদন করতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। প্রতিপক্ষ পন্থের এই সাহসিকতাকে কুর্নিশ জানান ইংল্যান্ড ক্রিকেটাররাও।

সেইসঙ্গে, ভারতীয় দলের মেডিক্যাল স্টাফদেরও কৃতিত্ব দিতেই হবে। এই কঠিন পরিস্থিতিতে তাঁকে তৈরি করে করেছেন তারাই। সিঁড়ি ভাঙতে পন্থের যতটা সমস্যা হচ্ছে, সমান মাঠে হাঁটতে গিয়ে ততটা হয়নি। ‘জগিং’ করে কিছু খুচরো রান নিয়েছেন। আর হালকা বলে পেলেই চালিয়েছেন।

আসলে এমন নজির আগেও তৈরি হয়েছে। অনিল কুম্বলে ছাড়াও অনেকে রয়েছেন সেই তালিকায়। নরি কনট্রাক্টর ভাঙা পাঁজর নিয়ে খেলেছেন। দিলীপ দোশী পায়ের ভাঙা পাতা নিয়ে খেলেছেন। গুরুতর চোট নিয়ে মাঠে নেমেছিলেন কপিল দেব এবং বিজয় মঞ্জরেকরেরও। আসলে এই ঘটনাগুলি দলের প্রতি দায়বদ্ধতার উদাহরণ হয়ে থেকে যায় এবং পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করে। এবার সেই তালিকায় নাম লেখালেন ঋষভ পন্থও। ক্রিজে ছিলেন মোট ৫৫ মিনিট। তাঁর সংগ্রহে মোট ৫৪ রান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।