Rishabh Pant: ঋষভ পন্থের চোট! ভারতীয় দলের জন্য চিন্তা, ব্যাট করতে পারবেন?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে ঋষভ পন্থ চোট পেয়েছেন। তারপর থেকেই জল্পনা শুরু।

India-England 3rd Test
এর ফলে তিনি আদৌ ব্যাটিং করতে পারবেন কিনা, তা নিয়েই প্রশ্ন উঠে যাছে।
ঋষভ পন্থ ব্যাটিং করবেন?
লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিং করছে ইংল্যান্ড। কিন্তু উইকেটকিপিং করার সময়, ভারতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
ঠিক কী হয়েছিল?
ম্যাচের ৩৪তম ওভারে, যশপ্রীত বুমরার একটি বল লেগ সাইডে ছুঁড়ে মারেন তিনি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন ধারাভাষ্যের সময় জানিয়েছেন, "ঋষভ পন্থের আঙুলের নখ ভেঙে গেছে। তবে আঙুলের কোনও হাড় ভাঙেনি। বর্তমানে তাঁকে আইস দেওয়া হচ্ছে।"
ঋষভ পন্থের আঘাত গুরুতর নয় বলেও তিনি জানিয়েছেন
কিন্তু পন্থ কি ব্যাটিং করতে পারবেন? চলছে জল্পনা।
আঘাতের ধরণ কীরকম?
আঘাতের ধরণ গুরুতর নয় বলে জানা গেলেও, সম্পূর্ণ চিকিৎসা এবং পরীক্ষার পরেই তার আঘাতের ধরণ সম্পর্কে আরও বিশদে জানা যাবে। তাছাড়া তিনি ব্যাটিং করতে পারবেন কিনা, সেই বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। যদি ঋষভ পন্থ ব্যাটিং করতে না পারেন, তাহলে ভারতীয় দলকে ৯ জন খেলোয়াড় নিয়েই ব্যাটিং করতে হবে। বিকল্প খেলোয়াড় ধ্রুব জুরেল উইকেটকিপিং করতে পারলেও, তিনি ব্যাট করতে পারবেন না।
তৃতীয় টেস্টে টস জিতে অধিনায়ক বেন স্টোকস প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন
খেলার শুরু থেকেই ইংলিশ ব্যাটসম্যানরা ধীর গতিতে ব্যাটিং করতে থাকেন।
পরপর দুই উইকেট
৪৩ রানে ইংল্যান্ড পরপর দুটি উইকেট হারায়। নীতিশ কুমার রেড্ডির প্রথম ওভারের দ্বিতীয় বলে বেন ডাকেট ২৩ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন। একই ওভারের শেষ বলে জ্যাক ক্রলি ১৮ রান করে তিনিও পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ইংল্যান্ড ৪৪/২ তে পরিণত হয়। পরে জো রুট এবং অলি পোপ বড় রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন।
তবে ঋষভ পন্থের চোট ভারতীয় দলের জন্য চিন্তার কারণ
আঘাতের ধরণ গুরুতর নয় বলে জানা গেলেও, সম্পূর্ণ চিকিৎসা এবং পরীক্ষার পরেই তার আঘাতের ধরণ সম্পর্কে আরও বিশদে জানা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
