2027 Cricket World Cup: রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে পরপর দু'বছর আইসিসি টুর্নামেন্ট জেতার পর ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ জেতার লক্ষ্যে ভারতীয় দল। কিন্তু এই টুর্নামেন্টে কি খেলবেন রোহিত? এ বিষয়ে সংশয় তৈরি হয়েছে।
2027 Cricket World Cup Rohit Sharma: ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সম্প্রতি টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসরের ঘোষণা করেছেন। এর আগে তিনি টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকেও অবসর নিয়েছিলেন। এবার ওডিআই ক্রিকেটেও (ODI Cricket) তাঁর কেরিয়ার শেষের পথে। ২০২৭ সালে রোহিতের ওডিআই বিশ্বকাপ (2027 Cricket World Cup) খেলার স্বপ্ন সত্যি হবে বলে মনে হচ্ছে না। দক্ষিণ আফ্রিকায় দু'বছর পর ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এখন হিটম্যান রোহিতের বয়স ৩৮ বছর। দু'বছর পর তিনি ৪০ বছর বয়সি হবেন। তাই এখন বিসিসিআই (BCCI) ওডিআই ফর্ম্যাটেও পরিবর্তন আনার চিন্তা করছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টেস্টের মতো ওডিআই ফর্ম্যাটেও নতুন দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। একটি প্রতিবেদন অনুসারে, রোহিত টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর বিসিসিআই আশা করেছিল যে তিনি ওডিআই ক্রিকেটকেও বিদায় জানাবেন। কিন্তু, তিনি তা করেননি। এখন তিনি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলার কথা ভাবছেন। রোহিত তিনবার ওডিআই বিশ্বকাপ খেলেছেন। এই ফর্ম্যাটে এখনও তাঁর কাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। তাই তিনি নিশ্চয়ই অবসর নেওয়ার আগে অন্তত একবার ওডিআই বিশ্বকাপ জিততে চাইবেন।
অধিনায়ক হিসেবে সফল রোহিত
অধিনায়ক হিসেবে রোহিত ভারতীয় দলকে ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন। যদিও তিনি শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে থেমে যেতে হয়। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। তবে রোহিত এরপর প্রত্যাবর্তন করেন। তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এরপর চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও জেতে ভারতীয় দল।
রোহিতের পরিবর্তে কে অধিনায়ক হবেন?
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিসিসিআই ভারতীয় ওডিআই দলকে নতুন করে সাজাতে চাইছে। তাই দলে পুরনো খেলোয়াড়দের বিদায় দিয়ে নতুন এবং তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা ভাবছে। বিসিসিআই-এর কাছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে মোট ২৭টি ওয়ানডে ম্যাচ রয়েছে। তাই দলের নতুন অধিনায়ক নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। সূত্র মতে, ভারতীয় দলকে তৈরি করার চেষ্টা চলছে। রোহিতের পরিবর্তে শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) অধিনায়ক করা যেতে পারে। শ্রেয়াস গত কয়েক বছরে দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন। আইপিএল-এ এখন পর্যন্ত তিনটি দলকে ফাইনালে নিয়ে গিয়েছেন। যার মধ্যে একটিতে শিরোপাও এনে দিয়েছেন।