- Home
- Sports
- Cricket
- Rohit Sharma Retires: রোহিত শর্মার অবসর! পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন? মেগা আপডেট
Rohit Sharma Retires: রোহিত শর্মার অবসর! পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন? মেগা আপডেট
Rohit Sharma Retires: রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার জেরে, ইংল্যান্ড সিরিজের আগে ভারতকে নতুন লাল বলের অধিনায়ক বেছে নিতে হবে।

রোহিতের পরে কে হবেন টেস্ট অধিনায়ক?
রোহিত শর্মা বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর, এখন সবার নজর কে ভারতের লাল বলের দলের নেতৃত্ব দেবেন তার দিকে।
ভারত বনাম ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ পাঁচ টেস্টের সিরিজের মাত্র কয়েকমাস আগে এই অভিজ্ঞ ওপেনারের বিদায়
ঠিক কী বলেছেন রোহিত?
তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে এই কত্না ঘোষণা করেন
রোহিত লেখেন, “সবাইকে হ্যালো, আমি শুধু জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশের প্রতিনিধিত্ব করা ভীষণই সম্মানের ছিল। আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওডিআই ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করতে থাকবো।”
তিনি তাঁর টেস্ট ক্যাপের ছবি সহ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন
#RohitSharma has announced his retirement from Test cricket! 🥺
End of an era! See you in the ODIs, Rohit 🙌 pic.twitter.com/rpuQsz1IeV— Star Sports (@StarSportsIndia) May 7, 2025
রোহিত অবসর নিতেই প্রশ্ন উঠছে, তাহলে কে হবেন এবার অধিনায়ক?
একাধিক নাম নিয়ে চলছে জল্পনা।
যশপ্রীত বুমরা
ভারতের অন্যতম সেরা জোরে বোলার এবং বর্তমানে টেস্ট দলের সহ-অধিনায়ক তিনি। বুমরা ইতিমধ্যেই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে গত ২০২২ সালে, ইংল্যান্ড সফরের সময়, এজবাস্টনে পঞ্চম টেস্টে দলের অধিনায়ক ছিলেন।
কপিল দেবের পর তিনিই একমাত্র জোরে বোলার, যিনি টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।
শুভমান গিল
ভারতের পরবর্তী প্রজন্মের আইকন হিসেবে দেখা হয় তাঁকে। গিলের মধ্যে দীর্ঘমেয়াদী অধিনায়কত্বের সম্ভাবনা প্রবল। যদিও তিনি এখনও সিনিয়র পর্যায়ে দেশের হয়ে অধিনায়কত্ব করেননি। তবে কৌশলগত পদক্ষেপ বেশ প্রশংসা কুড়িয়েছে।
কেএল রাহুল
কেএল রাহুল বিভিন্ন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে একজন নির্ভরযোগ্য নেতা হিসেবেই দেখা হয়। তিনি এর আগে দুটি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং ঘরোয়া ক্রিকেটে কর্ণাটক দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
ঋষভ পন্থ
যদিও চলতি আইপিএলে খুব একটা ভালো খেলতে পারছেন না। তবে টেস্টে ভারতীয় দলের জন্য তিনি নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করতে পেরেছেন এবং দলের মধ্যে সাপোর্টও পান তিনি।
গম্ভীরের সঙ্গে পরামর্শ
দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

