RCB Sale: আদানি গ্রুপ এবার বেঙ্গালুরুকে কিনতে চায়। সেইসঙ্গে, অন্যান্য শিল্পপতিরাও আগ্রহ দেখিয়েছেন। একটি ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬টি বড় সংস্থা আরসিবি কেনার দৌড়ে শামিল হয়েছে।

RCB Sale: আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মালিকানা এতদিন ছিল ডিয়াজিও গ্রেট ব্রিটেন নামক সংস্থাটির হাতে (rcb sale news)। এবার তারা আরসিবি-র মালিকানা বিক্রি করতে চলেছে। আর এই খবরের পরেই, ভারতের অন্যতম জনপ্রিয় আরেকটি সংস্থা এই দলটিকে কেনার জন্য আগ্রহ দেখিয়েছে (RCB team sale)। 

বিক্রি হচ্ছে আরসিবি?

জানা যাচ্ছে, আদানি গ্রুপ এবার বেঙ্গালুরুকে কিনতে চায়। সেইসঙ্গে, অন্যান্য শিল্পপতিরাও আগ্রহ দেখিয়েছেন। একটি ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬টি বড় সংস্থা আরসিবি কেনার দৌড়ে শামিল হয়েছে।

সিরাম ইনস্টিটিউটের আদর পুনাওয়ালা, জেএসডব্লিউ গ্রুপের পার্থ জিন্দাল, আদানি গ্রুপ, দিল্লীর এক শিল্পপতি এবং দুটি মার্কিন ইক্যুইটি সংস্থাও দৌড়ে রয়েছে বলে খবর। পুনাওয়ালা সম্প্রতি এক্স হ্যান্ডলে পোস্ট করে আরসিবি-কে একটি দুর্দান্ত দল বলে প্রশংসা করেছেন। অন্যদিকে, আইপিএলে দিল্লী ক্যাপিটালসের অংশীদার হওয়ায় পার্থ জিন্দালের পক্ষে আরসিবি কেনা খুব একটা সহজ হবে না। 

কারণ, জিএমআর গ্রুপের সঙ্গে দিল্লী ক্যাপিটালসে জেএসডব্লিউ গ্রুপের ৫০% শেয়ার রয়েছে। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কিনতে হলে জেএসডব্লিউ-কে দিল্লী ক্যাপিটালস থেকে তাদের অংশীদারিত্ব ছাড়তে হবে।

খন দলের মালিকরা তা অস্বীকার করেন

অপরদিকে, গুজরাত টাইটানস কিনতে ব্যর্থ হওয়ার পর, আদানি গ্রুপ এবার আরসিবি কেনার দৌড়ে অন্যতম শক্তিশালী একটি প্রতিযোগী। আদানি গ্রুপ কিন্তু ইতিমধ্যেই মহিলাদের আইপিএলে গুজরাত জায়ান্টস দলটিকে কিনে নিয়েছে এবং সংযুক্ত আরব আমিরশাহীর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও বিনিয়োগ করেছে। উল্লেখ্য, এর আগেও আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর দল বিক্রির খবর ছড়িয়েছিল। কিন্তু তখন দলের মালিকরা তা অস্বীকার করেন।

প্রসঙ্গত, কিংফিশার এয়ারলাইন্সের মালিক এবং ব্যবসায়ী বিজয় মালিয়া ছিলেন আরসিবি-র প্রথম মালিক। ২০০৭ সালে, তিনি ১১.১ কোটি ডলারে আরসিবি দলটিকে কেনেন। কিন্তু কিংফিশার এয়ারলাইন্সের পতন এবং মালিয়ার ঋণের বোঝার কারণে, আরসিবি-র মালিকানা চলে যায় ডিয়াজিও গ্রেট ব্রিটেন নামক সংস্থাটির হাতে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।