RR vs GT Live Updates: জয়পুরে চলছে ধুন্ধুমার ক্রিকেট। মুখোমুখি রাজস্থান বনাম গুজরাত (RR vs GT)। 

RR vs GT Live Updates: আইপিএল-এর (IPL 2025) হাইভোল্টেজ ম্যাচে সোমবার, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স (Rajasthan Royals vs Gujarat Titans)।

সেই ম্যাচেই আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ২০৯ রান তুলল গুজরাত (IPL 2025 Live Score)।

Scroll to load tweet…

এদিন টসে জিতে বোলিং নেয় রাজস্থান। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং শুরু করে গুজরাত (RR vs GT 2025 Live Score)। দলের ওপেনার সাই সুদর্শন করেন ৩৯ রান। তবে এদিন জয়পুরের মাটিতে কার্যত, মন জয় করে নিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ক্রিকেটপ্রেমীরা আবারও মুগ্ধ তাঁর অসাধারণ ইনিংসে। উপহার দিলেন ৫০ বলে ৮৪ রান (RR vs GT 2025 Highlights)।

Scroll to load tweet…

তবে তিনি একা নন। জস বাটলারও দুর্দান্ত খেলেন এদিন। তাঁর সংগ্রহে ২৬ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস। তিনি শেষ অবধি অপরাজিত ছিলেন। বলা চলে, এদিন ওপেনিং থেকে মিডল অর্ডার, সবক্ষেত্রেই বাজিমাত করে টাইটান্সরা (IPL 2025 Points Table)।

অন্যদিকে, শেষদিকে নেমে ওয়াশিংটন সুন্দর করেন ১৩ রান, রাহুল তেওয়াটিয়ার ঝুলিতে ৯ এবং শাহরুখ খান ৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে গুজরাত টাইটান্স। এদিনের ম্যাচে আবারও গুজরাতের দলগত পারফরম্যান্স দেখা গেল (RR vs GT Live Update)। 

Scroll to load tweet…

অপরদিকে হতশ্রী বোলিং করেন রাজস্থান বোলাররা। সবথেকে বেশি রান দেন জোফ্রা আর্চার। তিনি ৪৯ রান দিয়ে পেয়েছেন মাত্র ১টি উইকেট। তবে মাহিশ থিকশানার সংগ্রহে ২টি উইকেট এবং ১টি উইকেট নেন সন্দীপ শর্মা (RR vs GT Live Score)। 

জয়ের জন্য ২১০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে রাজস্থান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।