Asia Cup-Indian Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের দলে ছিলেন সাই সুদর্শন। তার প্রধান কারণ ছিল আইপিএল-এর সাফল্য।
Asia Cup-Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া যেন বাস্তবেই তীব্র লড়াই (team india asia cup squad)। একাধিক স্কিলড ক্রিকেটার। দল বাছতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা নির্বাচকদের। এবার এশিয়া কাপের দল থেকে বাদ গেলেন খোদ আইপিএলে অরেঞ্জ ক্যাপ জেতা সাই সুদর্শন (india team for asia cup 2025)।
এবার এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের দলে ছিলেন সাই সুদর্শন। তার প্রধান কারণ ছিল আইপিএল-এর সাফল্য। সেইজন্যই টেস্ট দলে ঢুকে পড়েছিলেন তিনি। তবে জায়গা পেলেন না এশিয়া কাপের ১৫ জনের দলে। আর উল্লেখযোগ্য বিষয় হল, এবার এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে।
সবথেকে বড় বিষয় হল যে, গত আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন সাই সুদর্শন। গুজরাত টাইটান্সের হয়ে ১৫টি ম্যাচে করেছিলেন ৭৫৯ রান। এই তরুণ তারকার ব্যাটিং গড় ছিল ৫৪.২১ এবং স্ট্রাইক রেট ১৫৬.১৭।
গুরুত্ব পাওয়া উচিত ছিল সাই সুদর্শনের আইপিএল-এর পারফরম্যান্স
সেইসঙ্গে, ঝুলিতে ছিল ১টি শতরান এবং৬টি অর্ধশতরান। আইপিএল-এর পর, ভারতীয় দল আর কোনও টি-২০ ম্যাচে মাঠে নামেনি। স্বাভাবিকভাবেই, এশিয়া কাপের দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পাওয়া উচিত ছিল সাই সুদর্শনের আইপিএল-এর পারফরম্যান্স। কিন্তু আদতে টা হয়নি।
তবে শুধু তিনি নন। একইভাবে বাদ গেলেন পেসার প্রসিধ কৃষ্ণও। তিনিও আইপিএল খেলেছেন গুজরাত দলের হয়ে। শুধু তাই নয়, দুরন্ত বোলিং করে সবথেকে বেশি উইকেট শিকার করেন এবং জিতে নেন পার্পল ক্যাপ। মোট ১৫টি ম্যাচে নেন ২৫টি উইকেট। ওভার প্রতি রান ৮.২৭। এমনকি, তার মধ্যে আবার একটা ম্যাচে ৪ উইকেটও নিয়েছিলেন।
অর্থাৎ, টি-২০ ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করেও প্রসিধ কৃষ্ণ জায়গা পেলেন না এশিয়া কাপের দলে। কিন্তু আবার সেই পারফরম্যান্সের জন্যই টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন। তবে এই কথা ঠিক যে, ইংল্যান্ড সিরিজে তারা খুব একটা সফল হননি এবং প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাননি। তবে শেষে টেস্টে প্রসিধের বোলিং যথেষ্ট নজরকাড়া ছিল।
কিন্তু তারপরেও নেওয়া হল না দলে। প্রশ্ন থাকছেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


