Shahid Afridi Video: পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি ভারতীয় সেনা সম্পর্কে লাগাতার খারাপ মন্তব্য করে যাচ্ছিলেন।
Shahid Afridi Video: শাহিদ আফ্রিদিকে নিয়ে তারপর থেকেই সমালোচনার ঝড় ওঠে এবং অনেকেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন। এমনকি, কয়েকদিন আগে শিখর ধাওয়ান তাঁকে কড়া জবাব দেন।
আর তারই মধ্যে শাহিদ আফ্রিদির একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি সাধারণ মানুষের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন এবং শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন তাদের হাতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের জনতা আফ্রিদির সঙ্গে ঝামেলা শুরু করে দিয়েছেন এবং তাঁকে মারধর করছেন। যদিও এই ভিডিওটি গত ২০১২ সালের একটি পুরনো ঘটনা। যেটি আবার শিখর ধাওয়ানের প্যারোডি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেটি কিন্তু শিখর ধাওয়ানের অফিসিয়াল অ্যাকাউন্ট নয়।
জানা যাচ্ছে, এই ভিডিওটি প্রায় ১৩ বছর পুরনো। সেই সময়, শাহিদ আফ্রিদি ঢাকা থেকে করাচি ফিরছিলেন। কিন্তু করাচি বিমানবন্দরে এক ফ্যান তাঁর উপর হামলা চালায় এবং ঠাসিয়ে একটি চড় মারে। এমন দেশ ভাবুন! নিজের দেশের ক্রিকেটারদেরই সম্মান করতে পারে না।
পাল্টা এরপর আফ্রিদিও হাত চালান। পরে অবশ্য তিনি বলেন যে, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তাই পাল্টা মার দিয়েছিলেন। তবে সেই ফ্যান ঠিক কেন তাঁর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন, তা অবশ্য স্পষ্ট নয়।
এদিকে ভারতে শাহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলটি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকজন সেলিব্রিটির অ্যাকাউন্ট, যারা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছিলেন, তাদেরও ভারতে ব্লক করা হয়েছে বলে জানা গেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


