Shreyas Iyer: ঠিক কোন কারণে শ্রেয়স আইয়ারের মতো নির্ভরযোগ্য এক ব্যাটারকে বাদ দেওয়া হল? শেষ ইংল্যান্ড সিরিজে আইপিএলে ভালো পারফর্ম করার জন্য সাই সুদর্শন এবং প্রসিধ কৃষ্ণকে সুযোগ দেওয়া হয়েছিল।
Shreyas Iyer: আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে নেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এমনকি, শেষ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সুযোগ পাননি। এবার এশিয়া কাপ থেকেও বাদ। তারপর থেকেই দেশের ক্রিকেটমহলের অনেকে ক্ষুব্ধ (asia cup squad india 2025 announcement)।
শ্রেয়সকে বাদ দেওয়ার কারণ খুঁজছেন ক্রিকেটপ্রেমীরা
ঠিক কোন কারণে শ্রেয়স আইয়ারের মতো নির্ভরযোগ্য এক ব্যাটারকে বাদ দেওয়া হল? শেষ ইংল্যান্ড সিরিজে আইপিএলে ভালো পারফর্ম করার জন্য সাই সুদর্শন এবং প্রসিধ কৃষ্ণকে সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেক্ষেত্রেও শ্রেয়স ছিলেন ব্রাত্য। কিন্তু শ্রেয়সের প্রতি জাতীয় নির্বাচক কমিটির এইরকম মনোভাব ঠিক কেন? এটাই বুঝে উঠতে পারছেন না অনেকেই।
আসন্ন এশিয়া কাপের দলেও জায়গা দেওয়া হল না তাঁকে। তার উপর আবার টি-২০ ফরম্যাটে খেলা হবে এশিয়া কাপ। শ্রেয়সকে ১৫ জনের স্কোয়াডেও রাখা হয়নি এবং স্ট্যান্ড বাই হিসেবেও নেই তিনি। যিনি আইপিএল পাঞ্জাব কিংসের হয়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। সর্বোপরি তিনি ছিলেন সেই দলের অধিনায়ক।
মঙ্গলবার, দল নির্বাচনের পর সাংবাদিক বৈঠকে অজিত আগরকর জানান, "আমাদের টি-টোয়েন্টি স্কোয়াডে প্রচুর বিকল্প রয়েছে। স্কোয়াড নির্বাচন করাটা সবসময় সহজ হয়ে ওঠে না আমাদের পক্ষেও।”
তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে একাধিক ইস্যুতে
দলে তো যশস্বীকেও সুযোগ দেওয়া হয়নি। এমনকি, গত আইপিএলে ১৭ ম্যাচে ৬০৪ রান করেছেন শ্রেয়স আইয়ার। যার টি-২০ ক্রিকেটে ১৭৫ স্ট্রাইক রেট এবং ৫০.৩৩ ব্যাটিং গড়, তাঁকে বাদটা দেওয়া হল কোন যুক্তিতে? সেই উত্তর খুঁজছেন ক্রিকেটপ্রেমীরা।
অন্যদিকে, গত আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন সাই সুদর্শন। গুজরাত টাইটান্সের হয়ে ১৫টি ম্যাচে করেছিলেন ৭৫৯ রান। এই তরুণ তারকার ব্যাটিং গড় ছিল ৫৪.২১ এবং স্ট্রাইক রেট ১৫৬.১৭। তাঁকে সুযোগ দেওয়া হয়নি এশিয়া কাপের দলে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


