India-Pakistan Matches: প্রায় দেড় দশক ধরে ভারত-পাকিস্তানের ক্রিকেট দলসের দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর বহুদেশীয় টুর্নামেন্টেও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন উঠেছে।
BCCI on India vs Pakistan Match: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে আইসিসি ইভেন্ট (ICC Event) বা এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) ম্যাচ নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহলে জল্পনা চলছে, বিসিসিআই-এর পক্ষ থেকে আইসিসি-কে চিঠি লিখে অনুরোধ করা হয়েছে, ভবিষ্যতে যাতে কোনও টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়। তবে এই জল্পনা সত্যি কি না, সে বিষয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে চলবে বিসিসিআই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ফলে বিসিসিআই কর্তারা সতর্কতা অবলম্বন করছেন। আপাতত কোনও আইসিসি ইভেন্ট নেই। ফলে আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে নজর রাখছে বিসিসিআই।
বিশ্বকাপ, এশিয়া কাপে কী হবে?
সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে হতে চলেছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ (Women's Cricket World Cup)। এই টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে না পাকিস্তানের মহিলা দল। পাকিস্তানের ম্যাচগুলি নিরপেক্ষ দেশে হবে। তার আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ (Asia Cup 2025) হতে চলেছে। এই টুর্নামেন্টেরও আয়োজক বিসিসিআই। পাকিস্তানের ক্রিকেটাররা ভারতে আসার ভিসা পাবেন না বলেই ধরে নিচ্ছেন বিসিসিআই কর্তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (Pakistan Cricket Board) ভারতে দল পাঠাবে না। এই পরিস্থিতিতে নিরপেক্ষ কোনও দেশে এশিয়া কাপ আয়োজন করতে পারে বিসিসিআই। শ্রীলঙ্কা বা দুবাইয়ে হতে পারে এশিয়া কাপ।
ভারত-পাকিস্তান ম্যাচ হবে
মহিলাদের ওডিআই বিশ্বকাপে রাউন্ড-রবিন লিগ হবে। সব দলই একে অপরের বিরুদ্ধে খেলবে। ফলে অন্তত একবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। এশিয়া কাপেও অন্তত একবার ভারত-পাকিস্তান ম্যাচ হবে। ফলে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও, বহুদেশীয় টুর্নামেন্টে ভারত-পাকিস্তান লড়াই হতে চলেছে। দু'দেশের কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে ক্রিকেট ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়তে চলেছে। ক্রীড়ামহলের পাশাপাশি সবারই এই ম্যাচের দিকে নজর থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


