SRH vs GT Live Updates: লড়াই হবে ধুন্ধুমার। মুখোমুখি হায়দ্রাবাদ বনাম গুজরাত (SRH vs GT)। 

SRH vs GT Live Updates: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার, আইপিএল-এর অন্যতম সেরা ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাত টাইটান্স (Sunrisers Hyderabad vs Gujarat Titans)।

সেই ম্যাচেই টসে জিতে বোলিং নিল হায়দ্রাবাদ। প্রসঙ্গত, নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে হায়দ্রাবাদ।স্বাভাবিকভাবেই, এই ম্যাচে অনেকটা এগিয়ে থেকেই খেলতে নামবে তারা। অপরদিকে গুজরাত আবার নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছে। তবে এদিন ঘরের মাঠে তারা ঘুরে দাঁড়াতে চাইবে (titans vs sunrisers toss)। 

Scroll to load tweet…

তাই এই ম্যাচে হায়দ্রাবাদের হেনরিক ক্লাসেন, কামিন্দু মেন্ডিস, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অধিনায়ক প্যাট কামিন্স এবং মহম্মদ শামির দিকে নজর রাখতেই হচ্ছে (sunrisers hyderabad vs gujarat titans match scorecard)। অন্যদিকে, গুজরাতের জস বাটলার, সাই সুদর্শন, শেরফানে রাদারফোর্ড, অধিনায়ক শুভমান গিল, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণর দিকেও নজর থাকবে এদিনের ম্যাচে (SRH vs GT 2025)। 

Scroll to load tweet…

দুই দলের প্রথম একাদশে কারা কারা রয়েছেন? (SRH vs GT First XI)?

সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম একাদশঃ অভিষেক শর্মা, ঈশান কিষাণ, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার-ব্যাটার), অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, জীশান আনসারি, , মহম্মদ শামি

ইমপ্যাক্ট সাব: ট্র্যাভিস হেড, অভিনব মনোহর, শচিন বেবি, রাহুল চাহার, ওয়ায়ান মুল্ডার

Scroll to load tweet…

গুজরাত টাইটান্সের প্রথম একাদশঃ সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার-ব্যাটার), ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, রশিদ খান, সাই কিশোর, জেরাল্ড কোয়েটজি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ

Scroll to load tweet…

ইমপ্যাক্ট সাব: ইশান্ত শর্মা, মহীপাল লোমরর, অনুজ রাওয়াত, আরশাদ খান, শেরফেন রাদারফোর্ড

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।