SRH vs GT Live Updates: ঘরের মাঠে গুজরাতের কাছে হারতে হল হায়দ্রাবাদকে।
SRH vs GT Live Updates: চলতি আইপিএলে (IPL 2025) আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাত টাইটান্স (Sunrisers Hyderabad vs Gujarat Titans)।

সেই ম্যাচেই হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিল গুজরাত। এদিন টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় টাইটান্সরা, আর ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে হায়দ্রাবাদ। অধিনায়ক অভিষেক শর্মা ফিরে যান মাত্র ১৮ রানে এবং ট্র্যাভিস হেডের ঝুলিতে মাত্র ৮ রান। সেইসঙ্গে, এই ম্যাচেও ব্যর্থ হন ঈশান কিষান, করেন মাত্র ১৭ রান। নীতীশ কুমার রেড্ডি কিছুটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ৩১ রান এবং হেনরিক ক্লাসেন করেন ২৭ রান (IPL 2025 live score)।

শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্সের ৯ বলে ২২ কিছুটা কাজে আসে হায়দ্রাবাদের। এককথায় বলতে গেলে দলের ওপেনিং, মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার, তিনটি বিভাগই চূড়ান্তভাবে ব্যর্থ হয় এদিন। কার্যত, গুজরাত বোলারদের দাপটে তছনছ হয়ে হায়দ্রাবাদের ইনিংস। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সক্ষম হয় তারা (SRH vs GT 2025)।
অন্যদিকে গুজরাতের হয়ে এদিন দাপুটে বোলিং করেন মহম্মদ সিরাজ। চার ওভার বল করে রান দেন মাত্র ১৭ এবং ঝুলিতে ৪ উইকেট। সবথেকে বড় বিষয়, তার মধ্যে আছে হায়দ্রাবাদের দুই নির্ভরযোগ্য ওপেনার অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেডের উইকেটটিও (IPL 2025 live score)। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণ এবং সাই কিশোর (SRH vs GT Live score)।
জবাবে ব্যাট করতে নেমে একদমই সমস্যায় পড়তে হয়নি গুজরাতকে। ওপেনার সাই সুদর্শন দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলেও হাল ধরেন দলের অধিনায়ক শুভমান গিল।এদিন তিনি দারুণ একটি ইনিংস উপহার দেন। করেন ৪৩ বলে ৬১ রান এবং শেষপর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে বাটলার রবিবারের ম্যাচে খালি হাতে ফেরেন। অপরদিকে এদিন প্রথম একাদশে অন্তর্ভুক্তি হওয়া ওয়াশিংটন সুন্দর বেশ ভালো খেলেন। তাঁর ঝুলিতে ২৯ বলে ৪৯ রান (SRH vs GT live update)।
এছাড়া শেরফানে রাদারফোর্ডও ১৬ বলে ৩৫ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। তিনিও শেষ অবধি অপরাজিত ছিলেন। অতএব, বলা চলে ব্যাটিং এবং বোলিং, দুটি বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে গুজরাত। আর অবশ্যই শুভমানের অধিনায়কত্বেরও প্রশংসা করতেই হয়। এদিন তিনি ছাপিয়ে গেলেন বিপক্ষ দলের অধিনায়ক প্যাট কামিন্সকেও। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে শুভমান বুঝিয়ে দিলেন যে, তিনিও যোগ্য অধিনায়ক।
আর সেই সুবাদেই মাত্র ১৬.৪ ওভারে, ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে নিল তারা। ঘরের মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে গুজরাত টাইটান্স জয়ী ৭ উইকেটে। ম্যাচের সেরা মহম্মদ সিরাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


