SRH vs MI Live Updates: হায়দ্রাবাদের ঘরের মাঠে গিয়ে রীতিমতো দাপট দেখাল মুম্বই। সেইসঙ্গে, ব্যাট হাতে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠলেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)।
SRH vs MI Live Updates: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার, মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Sunrisers Hyderabad vs Mumbai Indians)।
সেই ম্যাচেই ৭ উইকেটে জয় মুম্বইয়ের। আর এই নিয়ে পরপর দুটি ম্যাচে রোহিত শর্মার অসাধারণ পারফরম্যান্স। ফর্মে ফিরলেন তিনি। এদিন টসে জিতে বোলিং নেয় মুম্বই (IPL 2025 Live Score)। আর প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে হায়দ্রাবাদ। ট্র্যাভিস হেড কার্যত, খালি ফেরেন। অভিষেক শর্মা করেন মাত্র ৮ রান। ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পর, স্বাভাবিকভাবেই চাপ এসে পড়ে মিডল অর্ডারের উপর। কিন্তু সেখানেও দায়িত্ব নিয়ে খেলতে পারেননি বোর্ডের বার্ষিক চুক্তিতে ঠাঁই পাওয়া ঈশান কিষাণ। মাত্র ১ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান তিনি (SRH vs MI 2025 Live Score)।

অন্যদিকে, নীতীশ কুমার রেড্ডির ঝুলিতে ২ রান। তবে লড়াই করেন দলের উইকেটকিপার-ব্যাটার হেনরিক ক্লাসেন। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৪৪ বলে ৭১ রান। এছাড়া অনিকেত ভার্মা করেন ১২ রান এবং শেষদিকে নেমে অভিনব মনোহর করেন ৪৩ রান । সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয় সানরাইজার্স হায়দ্রাবাদ (Indian Premier League)।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এদিন বল হাতে রীতিমতো দাপট দেখান মুম্বই পেসার ট্রেন্ট বোল্ট। একাই নেন ৪ উইকেট। এছাড়া ২টি উইকেট পেয়েছেন দীপক চাহার। ১টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া এবং শপ্রীত বুমরা (IPL 2025 Points Table)।

জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই রোহিত ঝড় ওঠে হায়দ্রাবাদের ঘরের মাঠে। দলের আরেক ওপেনার রায়ান রিকেলটন ১১ রানে ফিরে গেলেও, ৪৬ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস উপহার দেন রোহিত শর্মা। এছাড়া উইল জ্যাকস করেন ২২ রান। সূর্যকুমার যাদব অপরাজিত ছিলেন ১৯ বলে ৪০ রানে এবং তিলক ভার্মা অপরাজিত ছিলেন ২ রানে। মাত্র ১৫.৪ ওভারে, ৩ উইকেট হারিয়েই ১৪৬ রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স (SRH vs MI Live Update)।
জয়ী ৭ উইকেটে এবং ম্যাচের সেরা ট্রেন্ট বোল্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

