Sunil Gavaskar MS Dhoni: আইপিএল (IPL 2025) চলাকালীনই এবার মহেন্দ্র সিং ধোনিকে ঘুরপথে নিশানা করলেন জাতীয় দলের প্রাক্তন তারকা সুনীল গাভাস্কার।

Sunil Gavaskar MS Dhoni: ধোনির জন্য ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নষ্ট করছে ক্রিকেট বোর্ড, এমনই অভিযোগ তুলেছেন তিনি। আইপিএলে ভারতীয় ক্রিকেট দলের আনক্যাপড ক্রিকেটারেরা অনেক বেশি টাকা পাচ্ছেন (sunil gavaskar recent news)। 

আসলে শুধুমাত্র ধোনির জন্যই টাকার পরিমাণ বোর্ড এতটা বাড়িয়েছে বলে মনে করেন গাভাস্কার (sunil gavaskar ms dhoni)।

প্রসঙ্গত, আইপিএল মেগা নিলামের আগে নতুন একটি নিয়ম জারি করেছিল বোর্ড। সেই নিয়মানুযায়ী, ভারতীয় দলে পাঁচ বছর না খেলা ক্রিকেটারদের সবাইকে আনক্যাপড ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছিল। সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিকেও আনক্যাপড ক্রিকেটার হিসেবে রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস।

সবথেকে বড় বিষয়, তাদের ধরে রাখার জন্য ৪ কোটি টাকা খরচ করতে হয়েছে প্রত্যেক দলকে। কিন্তু গাভাস্কার কী বলছেন? তাঁর মতে, “মহেন্দ্র সিং ধোনির জন্যই এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। গত নিলামে মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। ধোনির জন্যই এই বিভাগে টাকার পরিমাণ বাড়িয়ে ৪ কোটি করে দেওয়া হয়েছে। আর তার ফলে, অনেক তরুণ ঘরোয়া ক্রিকেটার কোটি কোটি টাকা পেয়েছেন। যার জেরে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।”

উল্লেখ্য, রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে কোনও তরুণ ক্রিকেটার যা রোজগার করে থাকেন, আইপিএলে তার থেকে অনেক বেশি টাকা পান তারা। এদিকে প্রতিবারই নিলামে একাধিক অনামী ক্রিকেটার কোটি কোটি টাকা পাচ্ছেন। তাতে তাদের খেলার ইচ্ছা অনেকটাই কমে যায় বলে মনে করেন গাভাস্কর।

তাঁর কথায়, “একাধিক ঘরোয়া ক্রিকেটার কোটি কোটি টাকা পাচ্ছেন আইপিএল খেলে। তাদের রানের খিদে এবং খেলার ইচ্ছা দুটোই কমে যাচ্ছে। কারণ, তারা আদৌ সফল হচ্ছে কি না, সেদিকেও কারও কোনও নজর থাকছে না। সকলে শুধু টাকার পিছনে ছুটছে।”

গাভাস্কার বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত হল, আনক্যাপড ক্রিকেটারদের টাকার পরিমাণ কমিয়ে দেওয়া। ফলে, তাদের ভালো খেলার ইচ্ছা অনেকটাই বাড়বে। তিনি বলেন, “অনেক টাকায় বিক্রি হওয়া কোনও ঘরোয়া ক্রিকেটার ভালো খেলেছে, এমন নাম আমি একদমই মনে করতে পারছি না। ভালো না খেলার জেরে, ওদের উপর চাপ আরও অনেকটা বেড়ে যাচ্ছে। আর তার ফলে, আদতে ভারতীয় ক্রিকেটরই ক্ষতি হচ্ছে। এই বিষয়টা নিয়ে অবশ্যই বোর্ডের ভাবা উচিত।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।