সংক্ষিপ্ত
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। যে দল এই ম্যাচ জিতবে, তারা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।
এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায় ও সুপার ১২-এ কোনও ম্যাচের জন্যই রিজার্ভ ডে ছিল না। সেমি ফাইনাল ও ফাইনালের জন্য অবশ্য রিজার্ভ ডে আছে। ফলে বৃষ্টির জন্য কোনও ম্যাচ নির্দিষ্ট দিনে সম্ভব না হলে পরেরদিন ফের খেলা হবে। তবে অ্যাডিলেডের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার ম্যাচের সময় বৃষ্টির কোনওরকম আশঙ্কা নেই। ফলে পুরো ম্যাচই হবে। ভারত-বাংলাদেশ ম্যাচের সময় বৃষ্টির জন্য যেমন ওভার সংখ্যা কমাতে হয়েছিল এবং ডাকওয়ার্থ-লুইস নিয়মে বাংলাদেশের টার্গেট পরিবর্তিত হয়েছিল, এদিন সেরকম কিছু হবে না বলেই আশ্বাস দিয়েছে আবহাওয়া দফতর। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, 'বৃহস্পতিবার সকাল থেকে অ্যাডিলেডের আকাশ মেঘলা থাকতে পারে। সকালে বৃষ্টির পূর্বাভাস ৪০ শতাংশ। সকালে বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎও দেখা যেতে পারে। বিকেল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দ্বিতীয় সেমি ফাইনাল শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা থেকে। সেই সময় আর বৃষ্টির পূর্বাভাস নেই। ততক্ষণে আবহাওয়ার উন্নতি হবে।'
১৯৯৯ সালে ওডিআই বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির জন্য নির্দিষ্ট দিনে শেষ করা যায়নি। যেখানে খেলা শেষ হয়েছিল, পরেরদিন ঠিক সেখান থেকে খেলা শুরু হয়েছিল। ভারতীয় দল সেই ম্যাচ জিতেছিল। তবে ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি ফাইনাল ম্যাচে আবার রিজার্ভ ডে নিয়ে ভারতীয় শিবিরের অভিজ্ঞতা মোটেই ভাল নয়। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টির জন্য নির্দিষ্ট দিনে শেষ করা যায়নি। পরেরদিন আবার খেলা শুরু হয় এবং ভারত ১৮ রানে হেরে যায়। সেটাই ছিল মহেন্দ্র সিং ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ। তিনি সেই ম্যাচে রান আউট হতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। এবার তেমন কিছু হবে না বলেই ভারতের সমর্থকদের আশা।
বৃষ্টির জন্য এবারের টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনাল পরিত্যক্ত হয়ে যাওয়ার আশঙ্কা নেই। তবে তেমন কিছু হলে ভারতীয় দলেরই সুবিধা হবে। কারণ, আইসিসি-র নিয়ম অনুযায়ী ভারত যেহেতু সুপার ১২ গ্রুপ ২-এর শীর্ষে ছিল, তাই সেমি ফাইনাল খেলা সম্ভব না হলে রোহিত শর্মা, বিরাট কোহলিরাই ফাইনালে চলে যাবেন। ভারতীয় দল অবশ্য খেলেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্যে মাঠে নামছে। রবিবার ফাইনালে ভারত-পাক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
আরও পড়ুন-
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতকে চাইছেন পাকিস্তানের মেন্টর ম্যাথু হেডেন
১৫ বছর আগের স্মৃতি উস্কে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাক লড়াইয়ের সম্ভাবনা
টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড লড়াইয়ের পরিসংখ্যানে কোন দল এগিয়ে?