BCCI Selection Committee: প্রাক্তন এই দুই ক্রিকেটারের নির্বাচক কমিটিতে আসা প্রায় নিশ্চিত। তারা হলেন রুদ্রপ্রতাপ সিং এবং প্রজ্ঞান ওঝা। রুদ্রপ্রতাপ আবার ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। 

BCCI Selection Committee: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটিতে বড় পরিবর্তনের সম্ভাবনা (bcci selection committee members)। ইতিমধ্যেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে, দুজন নির্বাচক সরে যাচ্ছেন। এবার তাদের জায়গায় আসতে চলেছেন দুই আইপিএলজয়ী ক্রিকেটার। আর তা নিয়েই কার্যত, জল্পনা তুঙ্গে (bcci selection committee 2025)। 

নির্বাচক কমিটিতে দুই প্রাক্তন ক্রিকেটার

শোনা যাচ্ছে, প্রাক্তন এই দুই ক্রিকেটারের নির্বাচক কমিটিতে আসা প্রায় নিশ্চিত। তারা হলেন রুদ্রপ্রতাপ সিং এবং প্রজ্ঞান ওঝা। রুদ্রপ্রতাপ আবার ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। সেইসঙ্গে, তারা দুজনই আইপিএল জিতেছেন। 

প্রসঙ্গত, গত সপ্তাহেই দুজন নতুন নির্বাচক চেয়ে আবেদন জানাতে বলে বোর্ড। সেখানে এই দুই ক্রিকেটার আবেদন করেছেন বলে জানা গেছে। তবে বিসিসিআই-এর নির্বাচক হতে চেয়ে আবেদনের সংখ্যা খুবই কম। 

অন্যদিকে, প্রাক্তন ভারতীয় পেসার প্রবীণ কুমারও আবেদন করেছেন বলে খবর। এছাড়াও উত্তরপ্রদেশ থেকে আশিস উইনস্টন জাইদি এবং হিমাচলপ্রদেশ থেকে শক্তি সিংহ আবেদনপত্র জমা দিয়েছেন।

মেয়াদ শেষ সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং এস শরথের

মেয়াদ শেষ হচ্ছে মধ্যাঞ্চলের সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণাঞ্চলের এস শরথের। তাদের জায়গায় এবার রুদ্রপ্রতাপ সিং এবং প্রজ্ঞান ওঝা আসতে চলেছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল যে, নির্বাচক পদে আবেদনকারীদের ভারতের হয়ে অন্তত ৭টি টেস্ট অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ অথবা ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। 

অন্যদিকে, বিসিসিআই-এর কোনও ক্রিকেট কমিটির পদে সবমিলিয়ে পাঁচ বছরের বেশি যেন তারা কেউ না থাকেন। তবে শোনা যাচ্ছে, সেই হিসেবেই যোগ্যতার নিরিখে এই দুই প্রাক্তন ক্রিকেটার বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন।

শোনা যাচ্ছে, রুদ্রপ্রতাপ এবং প্রজ্ঞানের নির্বাচক কমিটিতে আসা প্রায় নিশ্চিত জায়গায় দাঁড়িয়ে রয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।