Vijay Hazare Trophy 2025: জ্বলে ওঠেন শাহবাজ আহমেদ। খেলেন ৫৮ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস। এছাড়া করণ লাল করেন ৫ রান। তবে আকাশ দীপের অপরাজিত ৩৮ রান এবং আমীর গণির অপরাজিত ৮ রানের সুবাদে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বাংলা।

Vijay Hazare Trophy 2025: বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত জয় বাংলার। বিদর্ভকে ৩ উইকেটে হারাল বঙ্গ ব্রিগেড (vijay hazare trophy live score)। রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড এ-তে বুধবার, বিজয় হাজারে ট্রফির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বাংলা বনাম বিদর্ভ। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (vijay hazare trophy 2025)। 

বিদর্ভকে ৩ উইকেটে হারাল বঙ্গ ব্রিগেড

আর ব্যাট করতে নেমেই, দাপট দেখাতে শুরু করে বিদর্ভ। দলের ওপেনার আমান মোখাদে ১১০ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। যশ রাঠোর মাত্র ১১ রানে আউট হউয়ে গেলেও সেঞ্চুরি হাঁকান মিডল অর্ডারের ব্যাটার ধ্রুব শোরে। তাঁর সংগ্রহে ১৩৬ রান। 

এছাড়া সমর্থ আর করেন ৪০ রান, শুভম দুবের ঝুলিতে ১২ রান এবং হর্ষ দুবের সংগ্রহে ১৭ রান। তিনি শেষপর্যন্ত, অপরাজিত ছিলেন। আরেকজনের কথা না বললেই নয়। তিনি হলেন নচিকেত ভুতে। ১৬ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি অপরাজিত ছিলেন। শেষপর্যন্ত, নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তোলে বিদর্ভ। 

বাংলার হয়ে ২টি করে উইকেট নেন মহম্মদ শামি এবং আমীর গণি। জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই দায়িত্বপূর্ণ ক্রিকেট খেলেন বাংলার ব্যাটাররা। ওপেনার অভিষেক পোড়েল করেন ৫৬ রান, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ঝুলিতে ৭১ রান এবং সুদীপ কুমার ঘরামির সংগ্রহে ৬৮ রান। 

জ্বলে ওঠেন শাহবাজ আহমেদ

বোঝাই যাচ্ছে যে, ওপেনিং থেকে মিডল অর্ডার, সবক্ষেত্রেই ভালো ক্রিকেট উপহার দেয় বাংলা। অন্যদিকে, অনুষ্টুপ মজুমদার করেন ৩৩ রান। সুমন্ত গুপ্তর ঝুলিতে ১২ রান। এই সময়, কিছুটা চাপে পড়ে যায় বাংলা। আর সেই সময়েই, চাপে পড়ে যায় বাংলা। 

জ্বলে ওঠেন শাহবাজ আহমেদ। খেলেন ৫৮ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস। এছাড়া করণ লাল করেন ৫ রান। তবে আকাশ দীপের অপরাজিত ৩৮ রান এবং আমীর গণির অপরাজিত ৮ রানের সুবাদে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বাংলা। 

৪৮.৫ ওভারে, ৭ উইকেট হারিয়ে ৩৮৩ রান তুলে নেয় বাংলা। জয়ী ৭ উইকেটে এবং ম্যাচের সেরা শাহবাজ আহমেদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।