- Home
- Sports
- Cricket
- Vijay Hazare Trophy 2025: আবারও রেকর্ড! মাত্র ৩৩ বলে ঈশান কিষাণের দুরন্ত সেঞ্চুরি, একের পর এক ছক্কার বৃষ্টি
Vijay Hazare Trophy 2025: আবারও রেকর্ড! মাত্র ৩৩ বলে ঈশান কিষাণের দুরন্ত সেঞ্চুরি, একের পর এক ছক্কার বৃষ্টি
Vijay Hazare Trophy 2025: ঈশান কিষাণের বিস্ফোরক শতরান. আর সেই সেঞ্চুরি প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও ভারতীয় তারকার করা দ্বিতীয় দ্রুততম শতরান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের অধিনায়ক সাকিবুল গণির ৩২ বলে করা শতরানের পরেই এটির স্থান।
13

Image Credit : X
৭টি চার এবং ১৪টি ছক্কা
আহমেদাবাদে বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে, ঝাড়খণ্ডের হয়ে কর্ণাটকের বিরুদ্ধে ঈশান কিষাণে ৩৩ বলে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই ম্যাচে তিনি মাত্র ৩৯ বলে ৭টি চার এবং ১৪টি ছক্কার সাহায্যে মোট ১২৫ রান করেন।
23
Image Credit : X@Akshatgoel1408
ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম
তাঁর এই সেঞ্চুরি প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। সাকিবুল গণির ৩২ বলের রেকর্ডের থেকে মাত্র এক বল দূরে ছিলেন তিনি।
33
Image Credit : X/@inr4477
বৈভব সূর্যবংশীর রুদ্রতাণ্ডব
এর আগে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীও বিজয় হাজারে ট্রফিতে ৩৬ বলে সেঞ্চুরি করেন। তিনি ৫৪ বলে ১৫০ রান করে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড গড়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos

