Virat Kohli Test Retirement: ‘বিরাট’ ইনিংসের মালিক বিদায় নিলেন টেস্ট ক্রিকেট থেকে। রেখে গেলেন তাঁর অনবদ্য সব কীর্তি।
Virat Kohli Test Retirement: আক্ষরিক অর্থেই যেন ‘বিরাট’ এক অধ্যায়ের পরিসমাপ্তি (kohli retirement)। সোমবার, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কিং কোহলি (virat test retirement)।
উল্লেখ্য, কয়েকদিন আগেই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন (269 virat kohli)। কিন্তু বিসিসিআই তাঁকে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলে। কারণ, আসন্ন জুন মাসে রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। আর মাত্র কয়েকদিন আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন দলের আরেক তারকা রোহিত শর্মা (virat retired from test)। এহেন পরিস্থিতিতে বিরাটের মতো তারকা যদি ইংল্যান্ড সিরিজে না থাকেন, তাহলে বিপাকে পড়তে পারে দল। এই ভেবেই বিরাটকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে বোর্ড (virat kohli test centuries)।
কিন্তু যে মানুষটা দেশকে এতগুলি ট্রফি এনে দিয়েছেন এবং ভারতের স্বার্থে দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছেন, তিনি কিন্তু ২২ গজের মতো ২২ গজের বাইরেও নিজের লক্ষ্যে অবিচল থাকলেন। কোহলি তাঁর সিদ্ধান্তে অনড় থেকেই সোমবার জানিয়ে দিলেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি (virat kohli total century)।
‘বিরাট’-এর অনবদ্য পরিসংখ্যান
২২ গজের অন্যতম নায়ক টেস্টের ময়দান ছাড়লেও, তাঁর ইনিংসগুলি এবং পরিসংখ্যান কিন্তু আজও রঙিন। নিজের ক্যারিয়ারে মোট ১২৩টি টেস্ট ম্যাচের মধ্যে ২১০টি ইনিংসে মাঠে নেমেছেন তিনি। আর সংগ্রহে মোট রান ৯২৩০ (virat kohli retired from test)। সর্বাধিক ২৫৪ রান করে অপরাজিত থেকেছেন এবং ব্যাটিং গড় ৪৬.৮৫। অন্যদিকে, স্ট্রাইক রেট ৫৫.৫৭। বিরাটের ঝুলিতে রয়েছে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি। সুতরাং, কোহলির পরিসংখ্যানই বলে দিচ্ছে যে, কেন তিনি ‘বিরাট’ রাজত্বের অধিকারী (is virat kohli retired from test cricket)।
![]()
এদিন সকালে, বিরাট নিজের ইন্সটাগ্রামে লেখেন, “টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাগি ব্লু-পরে আমার ১৪ বছর পেরিয়ে গেছে। সত্যি বলতে গেলে, আমি কখনও কল্পনাও করিনি যে, এই ফরম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে। যা আমাকে পরীক্ষা করেছে, আমাকে তৈরি করেছে এবং আমি যে শিক্ষা পেয়েছি, তা আমি সারাজীবন বহন করব। সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর এবং ব্যক্তিগত কিছু আছে। অনেকগুলো দিন, একাধিক ছোট ছোট মুহূর্ত, যা কেউ দেখে না হয়ত! কিন্তু চিরকাল তোমার সঙ্গে থেকে যায়। এই ফরম্যাট থেকে সরে আসা খুব একটা সহজ নয়। তবে এটিি আমার ঠিক মনে হচ্ছে এখন। আমার সবটা আমি উজাড় করে দিয়েছি এবং টেস্ট ক্রিকেট আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু আমাকে ফিরিয়ে দিয়েছে।"
কোহলি আরও যোগ করেন, “খেলার জন্য, যাদের সঙ্গে আমি মাঠ ভাগ করে নিয়েছি এবং প্রতিটি মানুষ যারা আমাকে এতটা দূর পথ চলতে সাহায্য করেছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি সবসময় আমার টেস্ট ক্যারিয়ারের দিকে হাসিমুখেই তাকাবো। #২৬৯, সাইন ইন বিদায়"
কোহলির পরিসংখ্যান যেন প্রতিদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে, কেন তিনি বিশ্বের অন্যতম একজন সেরা ব্যাটার
তাঁর রেকর্ড এবং তাঁর কীর্তি আজীবন মাইলস্টোন হয়ে থাকবে তরুণ ক্রিকেটারদের কাছে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ক্রিকেট বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, সবকটি মেগা প্রতিযোগিতাই জিতেছেন কোহলি (virat kohli latest news)।
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ জয়ের পর, মাঠে দাঁড়িয়েই টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। আর ঠিক তারপরই রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এসে অবসরের কথা জানান। এবার কয়েকদিন আগেই রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।
![]()
তার ঠিক কয়েকদিনের মধ্যেই কোহলিরও অবসর। যেন মাঠের ভিতরে যতটা, মাঠের বাইরেও ততটাই শক্তিশালী কেমিস্ট্রি রোহিত-কোহলির (virat kohli highest score in test)।
তবে একদিনের ক্রিকেট এখনও চালিয়ে যাবেন বিরাট। সেখানে তিনি ৩০২টি ম্যাচ খেলে ১৪,১৮১ রান করেছেন। সর্বাধিক ১৮৩.রান রয়েছে তাঁর ঝুলিতে। ব্যাটিং গড় ৫৭.৮৮ এবং স্ট্রাইক রেট ৯৩.৩৪। বিরাটের ঝুলিতে রয়েছে ৫১টি সেঞ্চুরি এবং ৭৪টি হাফ সেঞ্চুরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
