চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (ICC Champions Trophy 2025 Final) মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ)। আর সেই হাইভোল্টেজ ফাইনালেই নিউজিল্যান্ডকে হারিয়ে ৪ উইকেটে জয় ভারতের।
২৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি করেন ৭৬ রান। ওদিকে শুভমান গিলের ঝুলিতে ৩১ রান। তবে বিরাট কোহলি ফিরে গেলেন মাত্র ১ রানে। কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। তাঁর সংগ্রহে ৪৮ রান এবং অক্ষর প্যাটেল করেন ২৯ রান। বলা চলে, যোগ্য সঙ্গত করেছেন তারা।
অন্যদিকে, কেএল রাহুল অপরাজিত থাকলেন ৩৪ রানে এবং জাদেজা ৯ রানে। ৪৯ ওভারে, ৬ উইকেট হারিয়েই ২৫৪ রান তুলে নেয় ভারত। আর সেই জয়ের পরেই সেলিব্রেশনে মেতে ওঠে গোটা দল। বিরাট কোহলি এবং রোহিত শর্মাও বাদ যাননি। তারা একসঙ্গে নাচতে থাকেন। সেইসব মুহূর্ত ক্রিকেটপ্রেমীরা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে। দেখুন সেই ভিডিও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
