Mamata Banerjee On Jay Shah: ইডেনে বিশ্বকাপ জয়ী বঙ্গ তনয়া রিচা ঘোষকে সংবর্ধনা দিতে এসে আইসিসি সভাপতি জয় শাহকে কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি?  জানুন বিশদে…

Mamata Banerjee On Jay Shah: বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছেন রিচা ঘোষ। বাংলার সোনার মেয়ের কাপ জয়ে শনিবার জমকালো অনুষ্ঠানে ইডেনে রিচাকে সংবর্ধনা জানিয়েছে সিএবি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রিচার সেই সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে আইসিসি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহকে নিশানা করতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 

এদিন ইডেনে দাঁড়িয়ে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে অমিত শাহ পুত্র তথা আইসিসি প্রেসিডেন্ট জয় শাহকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেন, ''আইসিসি সভাপতি কার হওয়ার কথা ছিল! সৌরভের হওয়ার কথা ছিল। সৌরভ ছাড়া আর কেউ যোগ্য ছিল না। ও হতে পারেনি। কিন্তু আমি বিশ্বাস করি আগামীতে সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি সভাপতি হবেই। কেউ ওকে আটকাতে পারবে না।''

শুধু তাই নয়, আমি ইডেন গার্ডেন্সকে গোলল্ডেন গার্ডেন্স বলি। ঝুলনরা যে জায়গা তৈরি করেছে বলেই আজ রিচারা এই সাফল্য পেয়েছে। রিচাকে অভিনন্দন। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক। আমাদের আর্চারি একাডেমি থেকে আর্চাররা অলিম্পিকে যাবে এবং অলিম্পিক থেকে সোনার পদক নিয়ে আসবে। রিচাকে মানসিক চাপ দেওয়া যাবে না। ওকে ওর ইচ্ছা মতো স্বপূরণ করতে দিন। লড়তে হবে, গড়তে হবে, জিততে হবে এটাই একমাত্র মন্ত্র হোক।''

অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) উপস্থিতিতে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রিচা ঘোষকে সংবর্ধনা দিল সিএবি। রিচাকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাট উপহার দিয়েছে সিএবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সংবর্ধনা অনুষ্ঠানেই রিচাকে বঙ্গভূষণ সম্মান দিলেন। 

একইসঙ্গে তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) ডিএসপি পদে নিয়োগ করা হয়েছে। এদিন ইডেন গার্ডেন্সে রিচার সংবর্ধনা অনুষ্ঠান রীতিমতো তারকাখচিত হয়ে ওঠে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas), ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary), অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ছিলেন। সিএবি কর্তারাও রিচার সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য রিচা। তাঁর এই কৃতিত্ব অনন্য।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।