সংক্ষিপ্ত
উইমেনস প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। আইপিএল-এ যেমন রোহিত শর্মার দল দাপট দেখায়, তেমনই উইমেনস প্রিমিয়ার লিগেও দাপট দেখাচ্ছে হরমনপ্রীত কউরের দল।
উইমেনস প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচেও সহজ জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। বৃহস্পতিবার নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে দিল হরমনপ্রীত কউরের দল। এই লিগে টানা ৩ ম্যাচে জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। প্রথম ২ ম্যাচে জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল দিল্লি ক্য়াপিটালস। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই থাকল মুম্বই ইন্ডিয়ানস। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল দিল্লি। এখনও পর্যন্ত শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই পয়েন্ট পায়নি। প্রথম ৩ ম্যাচেই হেরে গিয়েছে স্মৃতি মন্ধানার দল। বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। কিন্তু তাঁর দল বড় স্কোর করতে পারেনি। ১৮ ওভারে ১০৫ রানেই অলআউট হয়ে যায় দিল্লি। ২ উইকেট হারিয়ে ১৫ ওভারেই সেই রান টপকে যায় মুম্বই। ৮ উইকেটে জয় পান হরমনপ্রীতরা।
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে এই ম্যাচে দিল্লি ক্য়াপিটালসের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান অধিনায়ক ল্যানিং। তিনি ওপেন করতে নেমে ৪৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। ২৫ রান করেন জেমাইমা রডরিগেজ। ১০ রান করেন রাধা যাদব। এছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। শেফালি ভার্মা ওপেন করতে নেমে করেন মাত্র ২ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা অ্য়ালিস ক্যাপসি করেন ৬ রান। মেরিজেন ক্য়াপ করেন ২ রান। জেস জোনাসেন করেন ২ রান। তানিয়া ভাটিয়া করেন ৪ রান। মিন্নু মণি রান করার আগেই আউট হয়ে যান। প্রথম বলেই আউট হয়ে যান তারা নরিস। ৪ রান করে অপরাজিত থাকেন শিখা পাণ্ডে। মুম্বইয়ের হয়ে ৩ উইকেট করে নেন সাইকা ইশাক, ইসি উং ও হেলি ম্যাথুজ। ১ উইকেট নেন পূজা বস্ত্রকর।
রান তাড়া করতে নেমে মুম্বইয়ের কোনও সমস্যাই হয়নি। ওপেনিং জুটিতে ৬৫ রান যোগ করেন ইয়াস্তিকা ভাটিয়া ও হেলি ম্যাথুজ। ইয়াস্তিকা করেন ৪১ রান। ম্যাথুজ ৩২ রান করেন। ২৩ রান করে অপরাজিত থাকেন ন্য়াট-স্কিভার ব্রান্ট। ১১ রান করে অপরাজিত থাকেন হরমনপ্রীত।
এই লিগ শুরু হওয়ার আগে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে দেখা হচ্ছিল আরসিবি-কে। কিন্তু সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে মুম্বই। পরপর হেরে বিপাকে আরসিবি।
আরও পড়ুন-
'আমেদাবাদে একটি স্মরণীয় সকাল কাটালাম, ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্ব আরও দৃঢ় হোক', ট্যুইট মোদীর
ভারতীয়দের সততা নিয়ে প্রশ্ন! অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে পাল্টা তোপ গাভাসকরের
সমুদ্রতীরে ছুটি কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী, ছবি দেখে কাত নেটিজেনরা