সংক্ষিপ্ত

Argentina vs Brazil: যে কোনও পর্যায়েই ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। বুধবার ভারতীয় সময় অনুযায়ী সকালে এই ম্যাচ ঘিরেও উত্তেজনা তৈরি হয়েছে।

Argentina vs Brazil, 2026 FIFA World Cup Qualifiers: রাত পোহালেই ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। এবার ম্যাচ আয়োজন করছে আর্জেন্টিনা। বুধবার ভারতীয় সময় অনুযায়ী ভোরবেলা এই ম্যাচ হতে চলেছে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর সাড়ে পাঁচটায় এই ম্যাচ শুরু হবে। এখনও পর্যন্ত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১৩ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলে সবার আগে আর্জেন্টিনা। ফলে লিওনেল মেসিদের ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিশ্চিত। ১৩ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল। ফলে বুধবারের ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক তারকা ফুটবলার এই ম্যাচে নেই। তবে তা সত্ত্বেও ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আকর্ষণ কমছে না।

ভারতে কীভাবে দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ?

ভারতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে যতই উৎসাহ থাকুক না কেন, কোনও টেলিভিশন চ্যানেলেই সরাসরি এই ম্যাচ সম্প্রচার করা হবে না। তবে লাইভ স্ট্রিমিং হবে। ফ্যানকোড অ্যাপ, ওয়েবসাইটে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। বিনামূল্যে অবশ্য ম্যাচ দেখা যাবে না। অন্তত ১৯ টাকা খরচ করতে হবে।

বুধবার খেলছেন না মেসি-নেইমার

ব্রাজিলের বিরুদ্ধে এই ম্যাচে খেলছেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে, ব্রাজিলের হয়ে খেলছেন না নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুসের মতো তারকা। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে এটি ১১৫-তম ম্যাচ হতে চলেছে। ব্রাজিল ৪৬ ম্যাচে জয় পেয়েছে এবং আর্জেন্টিনা ৪২ ম্যাচে জয় পেয়েছে। ফলে এগিয়ে থেকেই খেলতে নামছে ব্রাজিল। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের তারকা রাফিনহা বলেছেন, ‘আমরা ওদের হারাব। নিশ্চয়ই ওদের হারাতে পারব। মাঠে ও মাঠের বাইরে ওদের হারাতেই হবে। আমি আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করব। আমি এই ম্যাচে সর্বস্ব দিয়ে খেলব।’ মেসি না থাকায় আর্জেন্টিনার শক্তি কিছুটা কমে গিয়েছে। তবে নিজেদের দেশে আর্জেন্টিনা দল বেশ শক্তিশালী। ফলে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।