সংক্ষিপ্ত
AFC Challenge League: এএফসি কাপে সেমি-ফাইনাল খেলার রেকর্ড আছে ইস্টবেঙ্গলের। কিন্তু এবার এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার-ফাইনাল থেকেই ছিটকে গেল লাল-হলুদ ব্রিগেড।
East Bengal FC: তুর্কমেনিস্তানে খেলতে গিয়ে শুরু থেকেই প্রবল অসহযোগিতা, বাধা, সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তা সত্ত্বেও সাধ্যমতো লড়াই করছিলেন রাফায়েল মেসি বৌলি, সৌভিক চক্রবর্তীরা। কিন্তু জয় অধরাই থেকে গেল। ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার-ফাইনাল থেকেই ছিটকে গেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। বুধবার দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। গত সপ্তাহে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম লেগের ম্যাচে ১-০ জয় পায় এফ কে আর্কাদাগ (Arkadag FK)। ঘরের মাঠে হারের খেসারত দিতে হল অস্কার ব্রুজোঁর দলকে। এদিন প্রথমার্ধেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লালচুংনুঙ্গা। ফলে সংযোজিত সময় মিলিয়ে ৬০ মিনিটেও বেশি সময় ১০ জনে খেলে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শেষদিকে পেনাল্টি থেকে গোল হজম করার পর আরও এক গোল খেয়ে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল লাল-হলুদ ব্রিগেড।
সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের
এদিন অ্যাওয়ে ম্যাচের শুরুটা দারুণভাবে করে ইস্টবেঙ্গল। প্রথম মিনিটেই গোল আসে। বক্সের মধ্যে থেকে দিমিত্রিওস দিয়ামান্তাকসের শট কোনওরকমে সেভ করে দেন আর্কাদাগের গোলকিপার। সেই বল জালে জড়িয়ে দেন মেসি। কিন্তু শুরুতেই এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে পারল না ইস্টবেঙ্গল। একাধিক সহজ সুযোগ নষ্ট করেন রিচার্ড সেলিস। বারে লেগেও বল ফিরে আসে। এই সুযোগ নষ্টের খেসারত দিতে হল। ঘরের মাঠে রেফারির দাক্ষিণ্যও পেল আর্কাদাগ। রেফারির বেশ কিছু সিদ্ধান্ত তাদের পক্ষে গেল। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় আর্কাদাগ। এরপর সংযোজিত সময়ে ফের গোল করে তারা। ফলে দুই পর্ব মিলিয়ে ৩-১ গোলে জিতে সেমি-ফাইনালে পৌঁছে গেল আর্কাদাগ।
কবে দায়িত্ববোধ আসবে লালচুংনুঙ্গার?
চলতি মরসুমে বেশ কয়েকটি ম্যাচে লাল কার্ড দেখেছেন লালচুংনুঙ্গা। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি লাল কার্ড দেখলেন। দায়িত্ববোধের পরিচয় দিতে পারছেন না এই ডিফেন্ডার। তাঁর উপর বিরক্ত লাল-হলুদ শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।