সুপার সিক্সের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল। শনিবার চলতি আইএসএল-এ নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলল ইস্টবেঙ্গল। এই ম্যাচ লাল-হলুদ ব্রিগেডের কাছে সুখকর হল না।
এবারের আইএসএল-এর শুরুটা যেভাবে হয়েছিল, শেষটাও সেভাবেই করল ইস্টবেঙ্গল। শনিবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে চার গোল হজম করল বিনো জর্জের দল। এই ম্যাচে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল। তুর্কমেনিস্তানের এফ কে আর্কাদাগের বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের কথা মাথায় রেখে প্রথম একাদশের বেশিরভাগ ফুটবলারকেই শিলংয়ে নিয়ে যাওয়া হয়নি। প্রধান কোচ অস্কার ব্রুজোঁও দলের সঙ্গে যাননি। এই ম্যাচে হীরা মণ্ডল, জেসিন টি কে, তন্ময় দাস, সুমন দে, চাকু মান্ডিদের খেলার সুযোগ দেওয়া হয়। দীর্ঘদিন পর প্রথম একাদশে ছিলেন দেবজিৎ মজুমদার, ক্লেইটন সিলভা, মার্ক জোথনপুইয়া। ডেভিড লাললানসাঙ্গাও প্রথম একাদশে সুযোগ পান। প্রথম একাদশের নিয়মিত সদস্যদের মধ্যে চিলেন একমাত্র বিষ্ণু পি ভি। সেখানে ঘরের মাঠে পূর্ণশক্তির দল নিয়ে খেলল নর্থইস্ট। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে চার গোল খেল ইস্টবেঙ্গল। ৮৪ মিনিটে লাল কার্ড দেখেন তন্ময়। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় ইস্টবেঙ্গলকে।
ফের রেফারিং-বিতর্ক
চলতি আইএসএল-এ বারবার রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচেও সেই বিতর্ক এড়ানো গেল না। ৫৮ মিনিটে প্রথম গোল করেন নেস্টর অ্যালবাইক। লেফট উইং থেকে ক্রস করেন টনডনবা সিং। পা হড়কে পড়ে যান চাকু। ফলে বিনা বাধায় গোল করেন নেস্টর। ৬৫ মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন আলাদিন আজারাই। এই গোল নিয়ে বিতর্ক রয়েছে। আলাদিন বল পাওয়ার আগেই বক্সের মধ্যে রবিন যাদবের হাতে বল লাগে। কিন্তু তা রেফারি আদিত্য পুরকায়স্থের দৃষ্টি এড়িয়ে যায়। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন আলাদিন। এরপর ৮৬ মিনিটে চতুর্থ গোল করেন মহম্মদ আলি বেমাম্মের।
৯ নম্বরে ইস্টবেঙ্গল
শনিবার হেরে লিগ টেবলে ৯ নম্বরে নেমে গেল ইস্টবেঙ্গল। ২৪ ম্যাচ খেলে লাল-হলুদের পয়েন্ট ২৮। পাঞ্জাব এফসি শেষ ম্যাচে পয়েন্ট পেলে ১০ নম্বরে নেমে যাবে ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


