AFC Nations League: উয়েফার (UEFA) ধাঁচে এবার শুরু হতে চলেছে এএফসি নেশনস লিগ। এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেতে ভারতীয় দল (Indian Football Team)। ফলে ভারতীয় ফুটবলে স্থবির দশা কাটতে পারে।

DID YOU
KNOW
?
বন্ধ ভারতীয় ফুটবল
এখন ভারতে ক্লাব ফুটবলের কোনও টুর্নামেন্ট হচ্ছে না। ফলে ফুটবলাররা হতাশ হয়ে পড়ছেন। তাঁরা কবে মাঠে ফিরতে পারবেন জানেন না।

Indian Football: ইউরোপে (Europe) যেমন উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) রয়েছে, ঠিক সেভাবেই এবার এএফসি নেশনস লিগ (AFC Nations League) চালু করতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (Asian Football Confederation)। রবিবার এই নতুন টুর্নামেন্ট চালু করার কথা ঘোষণা করা হয়েছে। এশিয়ার (Asia) দেশগুলি যাতে আরও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় এবং প্রতিযোগিতা বৃদ্ধি পায়, সেই লক্ষ্যেই নতুন টুর্নামেন্ট চালু করছে এএফসি। উয়েফা যেভাবে র‍্যাঙ্কিং অনুযায়ী দলগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে কাছাকাছি র‍্যাঙ্কিংয়ে থাকা দলগুলির মধ্যে ম্যাচের ব্যবস্থা করেছে, এএফসি ঠিক সেটাই করতে চলেছে। ফলে ভারতীয় দল (Indian National Football Team) খেলার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। উয়েফা নেশনস লিগ চালু হওয়ার পর দেখা গিয়েছে, ইউরোপের ফুটবলে পিছিয়ে থাকা দলগুলি উন্নতি করার সুযোগ পেয়েছে। ফলে ভারতীয় দলের কাছেও উন্নতি করার সুযোগ থাকছে।

কবে শুরু হবে এএফসি নেশনস লিগ?

এএফসি নেশনস লিগ কবে শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তবে নতুন ইংরাজি বছরের শুরুতেই এই টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত হয়ে যেতে পারে। এই টুর্নামেন্ট শুরু হলে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কিছুটা হলেও কাটতে পারে। চলতি মরসুমে আইএসএল (Indian Super League) আদৌ হবে কি না, সে বিষয়ে সংশয় বাড়ছে। আই লিগ (I-League) নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে ফুটবলাররা হতাশ হয়ে বসে আছেন। তাঁরা এখন কোথাও খেলার সুযোগ পাচ্ছেন না। এই পরিস্থিতিতে এএফসি নেশনস লিগে ভারতীয় দল খেলার সুযোগ পেলে জাতীয় শিবির হবে। সেই শিবিরে ৩০-৩৫ জন ফুটবলার ডাক পেতে পারেন। ফলে ভারতীয় ফুটবল আবার সচল হতে পারে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হতে পারে ভারতের

এএফসি নেশনস লিগে খেলার সুযোগ পেলে এবং র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা দলগুলির বিরুদ্ধে জয় পেলে ভারতীয় দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হতে পারে। নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে ভারতের তরুণ ফুটবলাররাও উন্নতি করার সুযোগ পাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।