AIFF Super Cup 2025: শনিবার শুরু হচ্ছে সুপার কাপ। দীর্ঘদিন পর ডেম্পো স্পোর্টস ক্লাবের (Dempo SC) মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই ম্যাচের আগে দলের যাবতীয় সমস্যা মেটানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল।
KNOW
East Bengal FC face Dempo SC: একসময় ভারতীয় ফুটবলের সেরা দুই দল ছিল ইস্টবেঙ্গল ও ডেম্পো স্পোর্টস ক্লাব। কিন্তু পাঁচবারের আই লিগ (I-League) চ্যাম্পিয়ন ডেম্পো ভারতীয় ফুটবলের মূলস্রোত থেকে হারিয়ে গিয়েছিল। তারা ফিরে আসার চেষ্টা করছে। ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের মূলস্রোতে থাকলেও, সাফল্যের নিরিখে পিছিয়ে পড়েছে। এই দুই দলই এবার সুপার কাপের (AIFF Super Cup 2025-26) মাধ্যমে প্রত্যাবর্তনের চেষ্টা করছে। শনিবার গোয়ার (Goa) বাম্বোলিমে (Bambolim) সুপার কাপের উদ্বোধনী ম্যাচে ডেম্পোর মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ২০১৫ সালে শেষবার এই দুই দলের লড়াই হয়েছিল। সেই ম্যাচে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। এবারও জয়ের লক্ষ্যে অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) দল। আইএফএ শিল্ড (IFA Shield 2025) ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে টাইব্রেকারে হেরে যাওয়ার ঠিক এক সপ্তাহ পর সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। ঘুরে দাঁড়ানোই লাল-হলুদ ব্রিগেডের লক্ষ্য।
শনিবার বিকেলে প্রথম ম্যাচ
শনিবার বিকেল সাড়ে চারটেয় শুরু হবে সুপার কাপের উদ্বোধনী ম্যাচ। গোয়ায় পৌঁছে অনুশীলনের মাঠ নিয়ে সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল। তবে সেই সমস্যা মিটিয়ে নিয়েছে ম্যানেজমেন্ট। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন হয়। সে কথা মাথায় রেখেই সুপার কাপের প্রথম ম্যাচের আগে সতর্ক লাল-হলুদ শিবির। ডেম্পোকে হাল্কাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল। অতীতের মতো শক্তিশালী দল না হলেও, লড়াই করতে পারে ডেম্পো। অতীতে সুপার কাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ইস্টবেঙ্গল। ২০১৮ সালে রানার্স হওয়ার পর ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ ব্রিগেড। এবার দল কঠিন গ্রুপে থাকলেও, নক-আউটের যোগ্যতা অর্জনের বিষয়ে আত্মবিশ্বাসী অস্কার ও ফুটবলাররা। গ্রুপের বাধা টপকানোই প্রাথমিক লক্ষ্য। তারপর নক-আউটের ম্যাচ নিয়ে ভাববে ইস্টবেঙ্গল।
এএফসি প্রতিযোগিতাই লক্ষ্য অস্কারের
শনিবার ডেম্পোর মুখোমুখি হওয়ার আগে অস্কার বলেছেন, ‘দলের সবারই মনোভাব ইতিবাচক। দলের সবাই সুপার কাপ পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর ও আত্মবিশ্বাসী। এএফসি প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াই আমাদের লক্ষ্য।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


