Barcelona vs Real Madrid Live Updates: কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ (BAR vs RM)। 

Barcelona vs Real Madrid Live Updates: কোপা দেল রে ফাইনালে (Copa Del Rey Final 2025) এস্তাদিও লা কার্তুজা ডি সেভিলা স্টেডিয়ামে, মুখোমুখি হয় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ (Barcelona vs Real Madrid)। শুরু থেকেই জমে ওঠে সেই ম্যাচ। 

এদিন খেলার প্রথম থেকেই চাপ বাড়াতে শুরু করে বার্সেলোনা। মাঝমাঠ থেকে এবং উইং দিয়ে বারংবার আক্রমণ তুলে আনতে থাকেন লামিনে ইয়ামালরা। তবে পাল্টা চেষ্টা চালাতে থাকে রিয়ালও। বলা ভালো, কাউন্টার অ্যাটাকও করতে থাকে বার্সা (Copa Del Rey Final Live Stream)। 

ভাজকুয়েজের ফাউলের ​জেরে খেলার ২১ মিনিটে, ফ্রি-কিক পায় বার্সেলোনা (Barcelona)। রাফিনহা সেই ফ্রি-কিকটি নেন এবং কাউন্ডের কাছে প্রায় ফ্রি-হেডারের সুযোগ চলে আসে। কিন্তু রিয়াল গোলকিপার কুর্তোয়া প্রস্তুত ছিলেন এবং সঙ্গে সঙ্গে বলটিকে বাইরে বের করে দেন ((Copa Del Rey Final Live Score)।

এরপর পাল্টা অ্যাটাকে উঠতে শুরু করে রিয়াল মাদ্রিদও (Real Madrid)। রডরিগো এক্ষেত্রে বড় ভূমিকা নেন। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে এসে বল বাড়াতে যান দানি অলমোকে। তবে সফল হননি। কিন্তু ম্যাচের ২৩ মিনিটে, মাদ্রিদ আরেকটি পাল্টা আক্রমণ তৈরি করে এবং বার্সার বক্সে ঢুকে পড়ে। তবে এক্ষেত্রেও গোল হয়নি শেষপর্যন্ত (Barcelona vs Real Madrid Live)। 

তবে হাল ছাড়ার পাত্র নয় বার্সেলোনাও। ফের দাপট দেখাতে শুরু করে তারা। ডানদিক দিয়ে দ্রুত উঠতে থাকেন ইয়ামাল এবং ঠিকানা লেখা পাস বাড়ান পেদ্রির দিকে। আর সেই বল পেয়েই ম্যাচের ২৮ মিনিটে, দুরন্ত ফিনিশে অসাধারণ গোলটি করে যান পেদ্রি (Pedri)। আর সেইসঙ্গে, বার্সেলোনা এগিয়ে যায় ১-০ গোলে (Barcelona vs Real Madrid Copa Del Rey Final 2025)। 

এদিকে খেলার ৩১ মিনিটে, হলুদ কার্ড দেখেন রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভ মিডফিল্ডার চৌমেনি। তবে ম্যাচের ৩৫ মিনিটে, রিয়ালের হয়ে বেলিংহ্যাম গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। এরপর ম্যাচের ৪৩ মিনিটে, ফের সুযোগ চলে আসে বার্সেলোনার সামনে। কিন্তু র‍্যাফিনহার ফ্রি-কিক আটকে যায়। শেষপর্যন্ত, আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। 

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় রিয়াল। ম্যাচের ৪৯ মিনিটে, ভিনসিয়াস জুনিয়রের জোরালো শট পরপর দুবার রুখে দেন বার্সা গোলকিপার স্জেসনি.তবে সেখানেই শেষ নয়। খেলার ৫৪ মিনিটে, এমবাপেও সুযোগ নষ্ট করেন। কিন্তু মাদ্রিদ কোচ আনসেলোত্তি বেশি দেরি না করে, ৫৫ মিনিটেই মাঠে নামিয়ে দেন লুকা মদরিচকে।

আর তারপর মাঠে নামেন এমবাপে। সেইসঙ্গে, মাদ্রিদের খেলায় আসে আমূল পরিবর্তন। তারই মাঝে হলুদ কার্ড দেখেন বার্সেলোনার ডি জং। যতই সময় এগোয়, ততই যেন খেলায় জাঁকিয়ে বসতে শুরু করে রিয়াল মাদ্রিদ। আর সেই সুবাদেই ম্যাচের ৭০ মিনিটে, ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান সেই কিলিয়ান এমবাপে। কিন্তু সেখানেই শেষ নয়। খেলার ৭৭ মিনিটে, ফের গোল রিয়াল মাদ্রিদের। পরিবর্ত হিসেবে নামা আর্ডা গুলারের কর্নার থেকে আসা বলে দুরন্ত হেডে গোল করে না চৌমেনি এবং রিয়াল ম্যাচে লিড নেয় ২-১ ব্যবধানে। 

কার্যত, রুদ্ধশ্বাস ফুটবল চলছে তখন। গোটা বিশ্ব যখন ভাবছে, কখন ফিরে আসবে বার্সা? ঠিক তখনই বাজিমাত করল তারা। মাঝমাঠ থেকে বাড়ানো ইয়ামালের বল ধরে বুদ্ধিদীপ্ত গোল করে গেলেন টোরেস এবং খেলার ফলাফল তখন ২-২। এক্ষেত্রে অবশ্য রিয়াল গোলরক্ষক অনেকটা বেরিয়ে এসেছিলেন জায়গা ছেড়ে। সেই সুযোগকে পুরো কাজে লাগান টোরেস। 

চূড়ান্ত নাটকীয় মোড় নেয় এই ম্যাচ। অতিরিক্ত সময়ে একটি পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু পরে VAR চেকিং-এ সিদ্ধান্ত বদল করেন রেফারি। শেষপর্যন্ত, কোনও গোল হয়নি। খেলা গড়ায় এক্সট্রা টাইমে। 

অতিরিক্ত সময়ে, দুই দলই একাধিক সুযোগ তৈরির চেষ্টা করে। কিন্তু গোল কিছুতেই আসছিল না। তবে খেলার ১১৬ মিনিটে, সবাইকে চমকে দেয় বার্সেলোনা। কৌন্ডের দূরপাল্লার শট সোজা চলে যায় গোলে এবং বার্সা ম্যাচে লিড নেয় ৩-২ ব্যবধানে। সঙ্গে সঙ্গে গ্যালারি জুড়ে শুরু হয়ে যায় উচ্ছ্বাস এবং উদ্দীপনা। পুরো গ্যালারিতে তখন বার্সেলোনা সমর্থকরা উৎসব করছেন। 

কার্যত, ওস্তাদের মার শেষ রাতের মতোই খেল দেখাল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে জিতে নিল কোপা দেল রে ট্রফি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।