Bengaluru FC: আইএসএল-এর অনিশ্চয়তার মাঝেই এবার প্রথম দলের ফুটবলার এবং কোচিং স্টাফদের বেতন বন্ধ করল বেঙ্গালুরু এফসি। কার্যত, নজিরবিহীন সিদ্ধান্ত।
Bengaluru FC: ভারতীয় ফুটবলে চলছে চূড়ান্ত অচলাবস্থা। ইতিমধ্যেই অনিশ্চিত হয়ে পড়েছে আইএসএল (bengaluru fc latest news)। এবার একে একে কোপ পড়তে শুরু করেছে একাধিক ফুটবল ক্লাবের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের উপর। উল্লেখ্য, এর আগেই ওড়িশা এফসি জানিয়ে দিয়েছিল যে, ৫ অগাস্ট থেকে তারা মাইনে বন্ধ করে দেবে ফুটবলার এবং কোচিং স্টাফদের। এবার সেই পথে হাঁটল বেঙ্গালুরু এফসি (bengaluru fc contract termination)।
ঠিক কী জানিয়েছে বেঙ্গালুরু এফসি?
সোমবার রাতে, তারা একটি বিবৃতি দেয়। সেখানে তারা জানায়, "ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন মরশুমের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে, বেঙ্গালুরু ফুটবল ক্লাব তাদের প্রথম দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের মাইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ভারতে একটি ফুটবল ক্লাব পরিচালনা এবং টিকিয়ে রাখা সবসময়ই যথেষ্ট কঠিন পদক্ষেপ। কিন্তু সবকিছুকে দূরে সরিয়ে রেখে আমরা সেই কাজ মরশুমের পর মরশুম ধরে করে আসছি। তবে এই মুহূর্তে লিগের ভবিষ্যত নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই আমাদের। তাই এই পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। আমাদের দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং তাদের পরিবারের ভবিষ্যৎ ও মঙ্গল কামনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তাই একটি সমাধানের জন্য অপেক্ষা করে রয়েছি এবং সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।
সেই বিবৃতিতে বেঙ্গালুরু আরও বলে, “ আমাদের ক্লাব খেলাধুলোর বৃদ্ধি এবং বিকাশের জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের ইউথ দল, পুরুষ, মহিলা এবং বিএফসি সকার স্কুলগুলির সঙ্গে আমাদের যে কার্যক্রম রয়েছে, তা চলতে থাকবে। আমরা এআইএফএফ এবং এফএসডিএলকে এই অচলাবস্থা দ্রুত কাটিয়ে ওঠার জন্য অনুরোধ করছি। অনিশ্চয়তা আসলে কারও কোনও উপকার করে না এবং ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য একটি দ্রুত সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি।"
পুরো বিষয়টি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে?
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্প্রচার চুক্তি নবীকরণ না করায়, আইএসএল-এর পরবর্তী সিজন শুরু করা কোনওভাবেই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল। তার ফলে স্বাভাবিকভাবেই, একাধিক ক্লাব অস্তিত্ব সংকটে ভুগছে। মূলত, সংবিধান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত, এআইএফএফ কোনওরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না। আর সেই কারণেই, এফএসডিএল-এর সঙ্গে দিল্লীর ফুটবল হাউজ কোনও কাজই এগিয়ে নিয়ে যেতে পারছে না। কার্যত, ফেডারেশনের তরফেই সম্প্রচার চুক্তি করতে দেরি হচ্ছে। উল্লেখ্য, বর্তমান চুক্তিটি শেষ হবে আগামী ৮ ডিসেম্বর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

