Messi in Kolkata: রবিবার, বিধাননগর মহকুমা আদালতে হাজির করানো হয় তাঁকে। সরকারি আইনজীবী মূলত, ১০টি কারণে শতদ্রু দত্তকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানান।

Messi in Kolkata: মেসির ভারত সফরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তর ১৪ দিনের পুলিশি হেফাজত। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা তথা রাজপুত্র এবং ম্যাজিশিয়ান লিওনেল মেসির ভারত সফরের নাম হল, ‘গোঁট ইন্ডিয়া ট্যুর ২০২৫’। যে ইভেন্টের প্রধান উদ্যোক্তা হলেন শতদ্রু দত্ত ((messi india tour)। আর সেই ইভেন্টের প্রথম অংশটি ছিল শনিবার। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই কর্মসূচি কার্যত, ভেস্তে যায়। পুরোপুরি লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয় সল্টলেক স্টেডিয়ামে।

 শতদ্রু দত্ত তাঁর আইনজীবীর মাধ্যমে কী বললেন?

কারণ শনিবার, মোটা অঙ্কের টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার হতাশায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। তারপর শুরু করেন ভাঙচুর। চরম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে (messi in kolkata)। তারপরেই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রুকে। হায়দ্রাবাদ উড়ে যাওয়ার আগেই তাঁকে পাকড়াও করে পুলিশ। 

রবিবার, বিধাননগর মহকুমা আদালতে হাজির করানো হয় তাঁকে। সেখানেই শতদ্রু দত্ত তাঁর আইনজীবীর মাধ্যমে বলেন, ‘‘আমার অতীতে যা খ্যাতি ছিল, তার সবটা নষ্ট হয়েছে। আমার বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। কিন্তু আসলে কে দোষ করেছে? আমি কোনও সরকারি সম্পত্তি ভাঙচুর করিনি। আমি কী করেছি? যার জন্য আমার বিরুদ্ধে মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার আইনে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে?’’

তিনি আরও যোগ করেন, "আমি একজনকে ভারতে নিয়ে এসেছি, যিনি শিক্ষা দেবেন। বাচ্চাদের ফুটবল শেখাবেন এবং দেখাবেন। স্টেডিয়ামে কী হয়েছে, তার জন্য আমার বিরুদ্ধে কেন মামলা হবে? ১৪ দিনের পুলিশি হেফাজত কেন চাওয়া হচ্ছে?’’

আবেদন মঞ্জুর করেন বিচারক

পাল্টা সরকারি আইনজীবীর দাবি, “তদন্তে উঠে আসছে, অন্যদের সঙ্গেও ঠিক একই কাজ করেছেন ধৃত শতদ্রু দত্ত। মেসির সামনে কে যাবেন, আর কে যাবেন না, তার দায় আয়োজকের উপরেই বর্তায়। তিনি নিজের লোকদের নিয়ে এমনভাবে ঘিরে ছিলেন যে, বাকি লোকেরা মেসিকে দেখতেই পাননি।"

সরকারি আইনজীবী মূলত, ১০টি কারণে শতদ্রু দত্তকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানান। প্রমাণ সংগ্রহ এবং বয়ান সংগ্রহ সহ একাধিক কারণে, ধৃতকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেন সরকারি আইনজীবী। এরপর সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।