Messi in Kolkata: রবিবার সকালে, যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। তাদের সঙ্গে অন্যান্য আধিকারিকরা পুরো ঘটনাস্থল ঘুরে দেখেন।
Messi in Kolkata: মেসিকে ঘিরে শনিবার, যে চূড়ান্ত বিশৃঙ্খলা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (messi india tour) তৈরি গেল, তা গোটা বিশ্বের কাছে শহর কলকাতার মাথা হেঁট করাতে বাধ্য। কিন্তু এই ঘটনা কেন ঘটল? কাদের অঙ্গুলিহেলনে মেসিকে স্বচক্ষে দেখা থেকে বঞ্চিত হলেন হাজার হাজার ফুটবলপ্রেমী জনতা?
বভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব
মোটা অঙ্কের টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার হতাশায় দর্শকরা তারপর শুরু করলেন ভাঙচুর। চরম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল সল্টলেক স্টেডিয়ামে (messi in kolkata)। অভিযোগ, চূড়ান্ত অব্যাবস্থা ছিল আয়োজকদের তরফ থেকে। একেকজনের আত্মীয় কিংবা পরিচিত মানুষজন জোর করে ছবি তোলার চেষ্টা করতে থাকেন। পুরো মৌচাকের মতো মেসিকে ঘিরে ধরেন তারা। ফলে, গ্যালারি থেকে দেখাই যায়নি বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ানকে।
এই ঘটনার পরেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দেন। সেই মোতাবেক রবিবার সকালে, যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। তাদের সঙ্গে অন্যান্য আধিকারিকরা পুরো ঘটনাস্থল ঘুরে দেখেন। জানা যাচ্ছে, স্টেডিয়ামের একাধিক দিকে তারা যান এবং খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলি লক্ষ্য করেন।
যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যাবেন রাজ্যপাল
অন্যদিকে, এই ইভেন্টের প্রধান উদ্যোক্তা তথা স্পোর্টস প্রোমোটার ধৃত শতদ্রু দত্তকে রবিবারই বিধাননগর মহকুমা আদালতে হাজির করানো হবে বিধাননগর পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই সল্টলেকের ময়ূখ ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতার অন্তত ৮টি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। কলকাতা থেকে মেসির সঙ্গে হায়দ্রাবাদে যাওয়ার কথা ছিল শতদ্রুর। যুবভারতী থেকে তিনি সোজা বিমানবন্দরে পৌঁছেও যান। কিন্তু পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেফতার করে সোজা থানায় নিয়ে আসে। তবে প্রশ্ন হচ্ছে যে, তাঁর একার জন্যই কি এত বড় বিশৃঙ্খলা? নাকি আরও অনেক বড় মাথা আছে?
অপরদিকে, যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুপুর ১২টার পর, রাজভবন থেকে সল্টলেকের দিকে যাওয়ার কথা রয়েছে তাঁর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
