Messi in Mumbai: প্রাইভেট জেটে মুম্বই এবং তারপর দুপুর ৩.৩০ মিনিটে, ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় পৌঁছবেন মেসি। সেখানে বিকেল ৪.৩০ মিনিটে, ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং ফুটবলের রাজপুত্র।  

Messi in Mumbai: মুম্বইতে এবার মেসি ম্যাজিক। রবিবার, মুম্বইতে একাধিক লিওনেল মেসিকে ঘিরে একাধিক ইভেন্ট এবং কর্মযজ্ঞ (messi in mumbai schedule)। ‘এলএম১০'-এর সঙ্গে এদিনও থাকছেন দুই সতীর্থ লুই সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল (messi in mumbai live)।

মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন তারকা সচিন তেন্ডুলকর

প্রাইভেট জেটে মুম্বই এবং তারপর দুপুর ৩.৩০ মিনিটে, ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় পৌঁছবেন মেসি। সেখানে বিকেল ৪.৩০ মিনিটে, ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং ফুটবলের রাজপুত্র। শুধু তাই নয়, মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন তারকা সচিন তেন্ডুলকর। এই ইভেন্টে থাকতে পারেন শাহরুখ খান নিজেও।

এরপর বিকেল ৫টায় মেসি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে রাত ৮টা পর্যন্ত, থাকবেন। প্রথমে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। তারপর রয়েছে তারকাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ। সেই ম্যাচে দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীও খেলবেন বলে খবর। 

সেই খেলায় ১৫ মিনিটের প্রথমার্ধ শেষ হওয়ার পর, ১০ মিনিটের একটি কালচারাল ইভেন্ট রয়েছে। তার পর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার পর, পুরস্কার তুলে দেবেন মেসি। শোনা যাচ্ছে, ১০ মিনিটের একটি টাইব্রেকার হতে পারে। সেখানে অংশ নিতে পারেন মেসি, সুয়ারেজ এবং ডি’পল। 

দাবাং মোডে মুম্বই পুলিশ 

সেখানেই শেষ নয়। ওয়াংখেড়েতে খুদে ফুটবলারদের নিয়ে একটি ৩০ মিনিটের কোচিং ক্লাস করাবেন মেসি। বিশ্ব ফুটবলের রাজপুত্রর থেকে প্রশিক্ষণ নেবেন ৬০ জন খুদে। তাছাড়া আদানপ্রদান হবে অভিজ্ঞতার। এই ইভেন্টটির নাম হল, 'প্রোজেক্ট মহাদেব’।

ওয়াংখেড়েতে টিকিটের দাম শুরু ৮৮৫০ টাকা থেকে এবং সর্বাধিক ১৪৭৫০ টাকা। প্রচুর মানুষ আসছেন, তাই দুপুর ২টোর মধ্যেই তাদের স্টেডিয়ামের ঢুকে পড়তে হবে। অন্যদিকে, এই অনুষ্ঠানটি ব্রডকাস্ট করা হবে। মুম্বই পুলিশ পুরো তৈরি আছে। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে বাণিজ্য নগরীকে। সঠিক অ্যাকসেস কার্ড ছাড়া কাউকে মেসির ধারেকাছে ঘেঁষতে দেওয়া হবেনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।