CFL Derby: জল্পনাই সত্যি হল। পিছিয়ে গেল কলকাতা ডার্বি। কবে হবে খেলা?

CFL Derby: জল্পনাকে সত্যি করে পিছিয়ে গেল কলকাতা ডার্বি। আগামী শনিবার হচ্ছে না চলতি কলকাতা লিগের ডার্বি।

উল্লেখ্য, ১৯ জুলাই কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হত মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচ এবার পিছিয়ে গেল এক সপ্তাহ। জানা যাচ্ছে, আগামী ২৬ জুলাই কলকাতা লিগের ডার্বি অনুষ্ঠিতই হবে। তবে খেলা কল্যাণী স্টেডিয়ামেই হবে বলে সূত্রের খবর। 

বৃহস্পতিবার রাতে, আইএফএ-র তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, “নদিয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ এবং আইএফএ কর্তাদের মধ্যে বৈঠকের পর, দুই তরফেই সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বি ম্যাচটি আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫, কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখে এবং তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

উল্লেখ্য, আগামী ১৯ জুলাই কলকাতা লিগের বড় ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই প্রধানের। কিন্তু সেই ম্যাচের মাত্র তিনদিন আগে আইএফএ-কে চিঠি দিয়ে পুলিশ জানায় যে, এই ম্যাচ আয়োজনের অনুমতি নাকি কোনওভাবেই দেওয়া সম্ভব নয়। বেশ কয়েকটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করে পুলিশের তরফ থেকে সেই চিঠি দেওয়া হয় বলে জানা গেছে। 

প্রথম সমস্যা, স্টেডিয়ামে কোনও ফেন্সিং নেই। ফলে, এই বিপুল পরিমাণ সমর্থকদের নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন থেকে যায়। তাছাড়া কল্যাণী স্টেডিয়ামে সমর্থকদের নিরাপত্তার জন্য দুই দলের গ্যালারির মাঝে বড় করে ফেন্সিং দেওয়ার কথা হয়েছিল আগেই। কিন্তু শেষপর্যন্ত, তা হয়নি। এছাড়া পুলিশের তরফে এও বলা হয়েছে যে, পর্যাপ্ত পার্কিং-এরও ব্যবস্থা নেই কল্যাণীতে। 

তাই ডার্বির মতো ম্যাচ আয়োজনের জন্য এই স্টেডিয়ামটি একেবারেই উপযুক্ত নয়। তবে তারপরেও সেই কল্যাণী স্টেডিয়ামেই ডার্বি হবে বলে জানিয়ে দিয়েছে আইএফএ। তবে এক সপ্তাহ বাড়তি সময় থাকার ফলে, দর্শকদের নিরাপত্তার ব্যবস্থা অনেকটাই বাড়ানো যাবে বলে মনে করছেন অনেকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।