সংক্ষিপ্ত

যাবতীয় জল্পনা যেন তাঁকে ঘিরেই। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কি মাঠে নামছেন মেসি? জল্পনা তুঙ্গে।

যাবতীয় জল্পনা যেন তাঁকে ঘিরেই। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কি মাঠে নামছেন মেসি? জল্পনা তুঙ্গে।

ভারতীয় সময় শুক্রবার ভোরে, কোপা আমেরিকার (Copa America 2024) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) মুখোমুখি আর্জেন্টিনা (Argentina) বনাম ইকুয়েডর (Ecuador)। কিন্তু সেই ম্যাচে নামার আগে যেন আশঙ্কার কালো মেঘ আর্জেন্টিনা শিবিরে। চর্চায় দলের অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)।

প্রসঙ্গত, চিলির (Chile) বিরুদ্ধে ম্যাচে ডান পায়ের উরুর পেশিতে চোট পান ‘এলএম১০’ (LM10)। তারপর থেকেই রীতিমতো দুশ্চিন্তা তৈরি হয়েছিল। আর্জেন্টিনার সংবাদমাধ‌্যম জানায়, পেরু (Peru) ম‌্যাচ এবং কোয়ার্টার ফাইনালেও মেসিকে খেলানো যাবে কিনা সন্দেহ। যদিও পেরুর বিরুদ্ধে আর্জেন্টিনা টিম ম‌্যানেজমেন্ট মেসিকে ছাড়াই দল নামিয়েছিল। কারণ, সেটি নিয়মরক্ষার ম্যাচ ছিল।

কিন্তু এবার তো কোয়ার্টার ফাইনাল। সামনে ইকুয়েডর। যদিও ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। কিন্তু তিনি কি আদৌ মাঠে নামতে পারবেন? খেলতে পারবেন ৯০ মিনিট? প্রশ্ন উঁকি দিচ্ছে ফুটবলপ্রেমীদের মনে।

জানা যাচ্ছে, মেসির ফিটনেসের ওপর প্রতিনিয়ত নজর রাখছে আর্জেন্টিনা। উল্লেখ্য, গ্রুপ পর্যায়ের প্রথম দুটি ম‌্যাচে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন মেসি (Messi)। যদিও অধিনায়ক মেসি নিজে ভীষণভাবেই উদগ্রীব হয়ে আছেন। কার্যত, এই ম‌্যাচে খেলার জন‌্য মুখিয়ে রয়েছেন তিনি। তাই নেমে পড়েছেন অনুশীলনেও। ফিটনেস ফিরিয়ে আনার জন‌্য করছেন কাইনেসিওলজি এক্সারসাইজও।

শোনা যাচ্ছে, মেসিকে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার যে, মেসিকে ঘিরে আর্জেন্টিনা শিবিরে আশঙ্কা ধীরে ধীরে কাটছে।

এদিকে এই প্রসঙ্গে দলের অন‌্যতম বড় ভরসা অ‌্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria) জানিয়েছেন, “চোট কাটিয়ে উঠছে মেসি। প্রতিদিন উন্নতি ঘটছে। আশা করছি যে, ও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে।”

অন্যদিকে, চলতি প্রতিযোগিতায় দুরন্ত খেলা লাউতারো মার্টিনেজের (Lautaro Martinez) কথায়, “মেসি যথেষ্ট ভালো জায়গায় আছে। আমরা ওর খেলার বিষয়ে যথেষ্ট আশাবাদী।”

আরও পড়ুনঃ

Euro Cup: হাড্ডাহাড্ডি লড়াই শেষ আটে, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? পূর্ণাঙ্গ সূচি একনজরে

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।