Barcelona vs Real Madrid: যে কোনও টুর্নামেন্টেই বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ সবসময় উত্তেজক। শনিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে কোপা ডেল রে ফাইনালেও (Copa del Rey final) তীব্র উত্তেজনা দেখা গেল। এই ম্যাচে বিতর্কও তৈরি হল।

Copa del Rey Final Barcelona vs Real Madrid: কোপা ডেল রে ফাইনালের (Copa del Rey final) আগেই রেফারিকে তোপ দেগেছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এই ম্যাচে বার্সেলোনার (Barcelona) কাছে হারের পর ফের রেফারি রিকার্ডো ডে ব্রুগোস বেনগোচিয়াকে (Ricardo de Burgos Bengoechea) কাঠগড়ায় তুলেছে রিয়াল মাদ্রিদ শিবির। ম্যাচের শেষদিকে রেফারির দিকে তেড়ে গিয়ে লাল কার্ড দেখেন রিয়ালের ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার (Antonio Rudiger)। তিনি রেফারির সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করে তাঁর মাথা লক্ষ্য করে বরফভর্তি ব্যাগ ছুড়ে মারেন। রেফারি অবশ্য আঘাত পাননি। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র উত্তেজনা তৈরি হয়। রুডিগারকে ধরে রাখার চেষ্টা করেন সতীর্থরা। তিনি প্রচণ্ড রেগে রেফারির দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন। লাল কার্ড দেখার পর অবশ্য মাঠ ছাড়তে বাধ্য হন রুডিগার। তিনি যেভাবে ক্ষোভপ্রকাশ করেছেন, সেই ভঙ্গি না হলেও, রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও রেফারির সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করেছেন। কেউই রেফারির সিদ্ধান্তে খুশি নন। শুধু রুডিগারই নন, রিয়াল মাদ্রিদের আরও দুই ফুটবলার লুকাস ভাজকুয়েজ (Lucas Vázquez), জুড বেলিংহ্যাম (Jude Bellingham) লাল কার্ড দেখেন। একসঙ্গে তিন ফুটবলারকে লাল কার্ড দেখানোর ঘটনা বিরল।

কেন রেফারির সিদ্ধান্তে বিতর্ক?

বার্সেলোনার বিরুদ্ধে এই ম্যাচে পিছিয়ে পড়েও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু নির্ধারিত সময়ের শেষদিকে সমতা ফেরায় বার্সা। ২৮ মিনিটে প্রথম গোল করে বার্সাকে এগিয়ে দেন পেড্রি (Pedri)। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ৭০ মিনিটে সমতা ফেরান কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ৭ মিনিট পর গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ফ্রান্সের জাতীয় দলে এমবাপের সতীর্থ অঁরেলিয়ান শুয়ামেনি (Aurélien Tchouaméni)। সেই সময় রিয়াল মাদ্রিদ শিবির ধরে নিয়েছিল, তারাই চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চলেছে। কিন্তু ৮৪ মিনিটে সমতা ফেরায় বার্সা। গোল করেন ফেরান টোরেস (Ferran Torres)। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৬ মিনিটে বার্সার হয়ে জয়সূচক গোল করেন জুলস কুন্ডে (Jules Koundé)। ম্যাচের শেষদিকে এমবাপেকে ফাউল করা হয়েছে বলে দাবি করেন রিয়াল মাদ্রিদের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। কিন্তু সেই দাবিতে কর্ণপাত করেননি রেফারি। এই কারণে ক্ষোভ বাড়ে।

Scroll to load tweet…

বার্সেলোনা জয় পাওয়ায় ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ

কোপা ডেল রে ফাইনালে রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেফারির দিকে তেড়ে গিয়ে তাঁকে আঘাত করার চেষ্টা করেন রুডিগার। তাঁর পাশাপাশি ভাজকুয়েজ ও বেলিংহ্যামকে লাল কার্ড দেখান রেফারি। বেলিমংংহ্যাম শেষপর্যন্ত মাঠে ছিলেন। রুডিগার ও ভাজকুয়েজকে আগেই তুলে নেন রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। কিন্তু রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রিজার্ভ বেঞ্চ থেকেই লাল কার্ড দেখেন রুডিগার ও ভাজকুয়েজ। রেফারির দিকে তেড়ে যাওয়া এবং আঘাত করার লক্ষ্যে বরফভর্তি ব্যাগ ছোড়ার জন্য একাধিক ম্যাচে নির্বাসিতও হতে পারেন রুডিগার। রেফারির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রিয়াল মাদ্রিদের কোচিং এরিয়া থেকে তাঁর দিকে কিছু ছোড়া হয়। তবে সেই বস্তু তাঁর কাছে পৌঁছয়নি। রুডিগার আগ্রাসী আচরণ করেছেন বলেও উল্লেখ করেছেন রেফারি। ফলে এই বিতর্ক এখনই থামছে না।

বিতর্কে রেফারি রিকার্ডো

কোপা ডেল রে ফাইনালের আগে রেফারি রিকার্ডোকে আক্রমণ করে রিয়াল মাদ্রিদ শিবির। এর আগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এই রেফারি কী কী ভুল করেছেন, সেগুলি তুলে ধরা হয়। এরপর সাংবাদিক বৈঠকে রিয়াল মাদ্রিদের প্রতি ক্ষোভপ্রকাশ করেন রেফারি। পাল্টা রেফারি বদল করার দাবি জানায় রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই দাবি মানেনি স্পেনের ফুটবল সংস্থা। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ খেলবে কি না, তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছিল। শেষপর্যন্ত খেললেও, হেরে যাওয়ায় এবং রেফারির সিদ্ধান্তে বিতর্ক তৈরি হওয়ায় ফের রেফারিকে কাঠগড়ায় তুলছে রিয়াল মাদ্রিদ শিবির। এই বিতর্ক চরম আকার নিচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।