ঘরে ফিরেছে ইস্টবেঙ্গল (East Bengal)। এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) অভিযান শেষ করে বৃহস্পতিবার, শহরে ফিরে এসেছে লাল হলুদ ব্রিগেড।
East Bengal: কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) ফুটবলারদের বেশ কিছুদিন বিশ্রাম দিয়েছেন। তাই অধিকাংশ বিদেশি ফুটবলারই দেশে ফিরে গেছেন। ক্লেইটন সিলভা এবং মেসি বাউলি এখনও কলকাতায় থাকলেও তারাও চলে যাবেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, সুপার কাপের (Super Cup 2025) জন্য ব্রুজো চাইছেন, মার্চ মাসের শেষদিক থেকে আবার প্রস্তুতি শুরু করে দিতে। অন্যদিকে, শুক্রবার কলকাতা থেকেই শিলংয়ে জাতীয় শিবিরে যোগ দিতে উড়ে গেলেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার জিকসন সিং এবং নাওরেম মহেশ সিং।
তবে এএফসি চ্যালেঞ্জ লিগের জোনাল সেমিফাইনালে না যেতে পারার ফলে অনেকটাই হতাশ হয়ে পড়েছেন অস্কার ব্রুজো। আইএসএল-এর শেষদিক থেকে দল ধীরে ধীরে উন্নতি করার জেরে সুপার কাপ নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি।
কারণ, আগামী ২১ এপ্রিল থেকে ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতায় গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন ইস্টবেঙ্গল। পুরো মরশুমে আপাদমস্তক ব্যর্থ হওয়ার পর, এখন সুপার কাপই একমাত্র ভরসা ইস্টবেঙ্গলের কাছে। ফুটবলাররা খুব ভালো করেই জানেন যে, যদি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া যায়, তাহলে গোটা মরশুম জুড়ে ব্যর্থতার ছবি কিছুটা হলেও বদলানো যেতে পারে।
কিন্তু ইস্টবেঙ্গলের সমস্যা হল, দলের আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তাই সুপার কাপে তা আদৌ বদলানো যায় কি না, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে আবার কোচ অস্কার ব্রুজোও জানেন যে, সুপার কাপ একবার জিততে পারলে সমর্থকরাও যথেষ্ট খসুহি হবেন এবং সারা বছরের যন্ত্রণার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেওয়া সম্ভব হবে। আর সেই কারণেই, সুপার কাপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি।
এমনকি, ফুটবলাররা যাতে মানসিকভাবে ফুরফুরে অবস্থায় সুপার কাপে নামতে পারেন, সেটাকেও নিশ্চিত করতে চাইছেন তিনি। তাই ফুটবলারদের বেশ কয়েকদিন ছুটি দিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, সুপার কাপে কেমন পারফর্ম করে ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
