সংক্ষিপ্ত

এবারের কলকাতা লিগে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন জেসিন টি কে, পি ভি বিষ্ণুরা। সুপার সিক্সের লড়াইয়ের জন্য তৈরি লাল-হলুদ।

ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হারের পর কলকাতা লিগে ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফকে ৪-০ উড়িয়ে দিল লাল-হলুদ। অপরাজিত থেকেই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করল বিনো জর্জের দল। সুপার সিক্সে অবশ্য ইস্টবেঙ্গলের খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচ ছিল। এই ম্যাচে সহজ জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন মহীতোষ রায়, অভিষেক কুঞ্জমরা। ডুরান্ড কাপ ফাইনালে খেলা মহম্মদ রাকিপকে এদিন প্রথম একাদশে রাখা হয়। জোড়া হলুদ কার্ড দেখায় মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে না পারা সৌভিক চক্রবর্তীও এদিন শুরু থেকেই খেলেন।

জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে অবশ্য প্রথমার্ধে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের রং বদলে যায়। ৪৬ মিনিটে প্রথম গোল করেন জেসিন টি কে। তিনিই ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান। এরপর ৫১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন পি ভি বিষ্ণু। পরপর ৩ গোল হয়ে যাওয়ার পর জর্জ টেলিগ্রাফের পক্ষে আর লড়াই করা সম্ভব হয়নি। ৮২ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন জেসিন। এরপরেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে আর গোল হয়নি।

এদিনের জয়ের ফলে কলকাতা লিগে গ্রুপ বি-তে ১২ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে থাকা ভবানীপুর ১২ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট পেয়েছে। এই গ্রুপের তৃতীয় দল হিসেবে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে খিদিরপুর। তারা ১২ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট পেয়েছে। অল্পের জন্য সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারল না এরিয়ান ক্লাব। তারা ১২ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েছে।

গ্রুপ এ-র শীর্ষে মহামেডান স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট পেয়েছে সাদা-কালো শিবির। সুপার সিক্সে নিশ্চিত হয়ে গিয়েছে ময়দানের তৃতীয় প্রধান। এই গ্রুপে দ্বিতীয় স্থানে ডায়মন্ড হারবার এফসি। ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট পেয়েছে ডায়মন্ড হারবার। তৃতীয় স্থানে থাকা কালীঘাট এমএস ১২ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে। সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ৩ ম্যাচের মধ্যে অন্তত ২টিতে জয় পেতেই হবে বাস্তব রায়ের দলকে। মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সবুজ-মেরুনের।

আরও পড়ুন-

Indian Super League: ২১ সেপ্টেম্বর শুরু আইএসএল, ২৮ অক্টোবর প্রথম কলকাতা ডার্বি

East Bengal Club: হাঁটুর চোটে কয়েক মাস মাঠের বাইরে, আইএসএল-এ অনিশ্চিত জর্ডন এলসে

Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস