সংক্ষিপ্ত

সদ্য শেষ হয়েছে ডুরান্ড কাপ। এরই মধ্যে আইএসএল-এর নতুন মরসুমের সূচি ঘোষণা হয়ে গেল। ফলে যে ক্লাবগুলি আইএসএল-এ খেলছে, তাদের কাছে প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের খেলার কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হতে পারে আইএসএল। তবে সেটা শেষপর্যন্ত হল না। বৃহস্পতিবার আইএসএল-এর ১০ নম্বর মরসুমের সূচি ঘোষণা করে দিল এফএসডিএল। ২১ সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসি ও বেঙ্গালুরু এফসি-র ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইএসএল-এর নতুন মরসুম। কলকাতায় প্রথম ম্যাচ ২৩ সেপ্টেম্বর। পাঞ্জাব এফসি-র মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের ডুরান্ড কাপে পাঞ্জাব এফসি-কে হারিয়ে দেয় সবুজ-মেরুন। ফলে আইএসএল-এর প্রথম ম্যাচে ঘরের মাঠে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী গতবারের চ্যাম্পিয়নরা।

ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নামছে ২৫ সেপ্টেম্বর। ঘরের মাঠে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ। জয় দিয়েই নতুন মরসুম শুরু করতে চাইবে কার্লেস কুয়াদ্রাতের দল। এবারের আইএসএল-এ প্রথম কলকাতা ডার্বি হতে চলেছে ২৮ অক্টোবর। সেটি মোহনবাগান সুপার জায়ান্টের হোম ম্যাচ। দ্বিতীয় কলকাতা ডার্বির তারিখ এখনও ঠিক হয়নি। আইএসএল-এ এখনও পর্যন্ত যতগুলি কলকাতা ডার্বি হয়েছে, প্রতিটিতেই জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে এবারও জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হুয়ান ফেরান্দোর দল।

ভারতীয় দল পরপর বিভিন্ন টুর্নামেন্টে খেলছে। কিংস কাপ, মারডেকা কাপ, এশিয়ান গেমসে খেলছেন গুরপ্রীত সিং সান্ধু, নাওরেম মহেশ সিংরা। জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়া নিয়ে বরাবরের মতোই ক্লাবগুলির সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বন্দ্ব শুরু হয়েছে। বিভিন্ন ক্লাব জাতীয় শিবিরে ফুটবলার ছাড়তে রাজি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের প্রধান কোচ ইগর স্টিম্যাচ। এই পরিস্থিতিতে এআইএফএফ সভাপতি আইএসএল পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি এফএসডিএল। 

এ প্রসঙ্গে এফএসডিএল-এর এক মুখপাত্র বলেছেন, ‘এআইএফএফ-সহ সবপক্ষের সঙ্গে আলোচনা করেই আইএসএল-এর সূচি প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে আইএসএল পিছিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ, জাতীয় দল আগামী বছরের জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপেও খেলবে। আইএসএল-এর ১০ নম্বর মরসুম শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। এআইএফএফ চূড়ান্ত দিন অনুমোদন করেছে। তারপরেই আইএসএল-এর সূচি ঠিক করা হয়েছে।’

এবারের আইএসএল-এর ম্যাচগুলি শুরু হবে রাত ৮টায়। যেদিন জোড়া ম্যাচ থাকবে, সেদিন দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। মিডিয়া রাইটস পেয়েছে ভায়াকম ১৮। জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে আইএসএল

আরও পড়ুন-

East Bengal Club: হাঁটুর চোটে কয়েক মাস মাঠের বাইরে, আইএসএল-এ অনিশ্চিত জর্ডন এলসে

Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস

Kolkata Derby: নায়ক দিমিত্রিওস পেট্রাটস, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ১০ জনের মোহনবাগান