সংক্ষিপ্ত

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল লিভারপুলের ম্যানেজার বদল নিয়ে ফুটবল দুনিয়া উত্তাল। সারা বিশ্বেই লিভারপুলের ম্যানেজার বদল নিয়ে চর্চা চলছে।

জুরগেন ক্লপের পরিবর্তে নতুন ম্যানেজার হিসেবে আর্নি স্লটের নাম ঘোষণা করল লিভারপুল। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের ম্যানেজার হিসেবে ক্লপের শেষ ম্যাচ ছিল। উলভসের বিরুদ্ধে এই ম্যাচে ২-০ জয় পায় লিভারপুল। এর ২৪ ঘণ্টার মধ্যেই নতুন ম্যানেজারের নাম ঘোষণা করা হল। ১ জুন সরকারিভাবে দায়িত্ব গ্রহণ করবেন ফেয়েনুর্ডের প্রাক্তন ম্যানেজার স্লট। তিনি ২০২৪-২৫ মরসুমে লিভারপুলকে সাফল্য এনে দেবেন বলে আশা করছে ম্যানেজমেন্ট। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ছিল লিভারপুল। কিন্তু শেষপর্যন্ত তৃতীয় স্থান পায় রেডস। নতুন মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল সাজানো হচ্ছে।

৯ বছর পর লিভারপুল ছাড়লেন ক্লপ

লিভারপুলের ম্যানেজার হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন ক্লপ। তাঁর আমলেই দীর্ঘদিন পর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় রেডস। এছাড়া আরও অনেক সাফল্য এসেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সাফল্য পেয়েছে লিভারপুল। ২০১৯-২০ মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, ২০২১-২২ মরসুমে এফএ কাপ, ২০২১-২২ ও ২০২৩-২৪ মরসুমে ফুটবল লিগ কাপ চ্যাম্পিয়ন এবং ২০১৫-১৬ মরসুমে রানার্স, ২০২২ সালে এফএ কমিউনিটি শিল্ড, ২০১৮-১৯ মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং ২০১৭-১৮, ২০২১-২২ মরসুমে রানার্স, ২০১৯ সালে উয়েফা সুপার কাপ জয়, ২০১৯ সালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় এবং ২০১৫-১৬ মরসুমে উয়েফা ইউরোপা লিগে রানার্স হয় লিভারপুল। ২০১৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর এবার দল ছাড়লেন ক্লপ।

প্রত্যাশার চাপ সামাল দিতে পারবেন স্লট?

ফেয়েনুর্ডের সঙ্গে লিভারপুলের পার্থক্য আছে। বিশেষ করে গত ৯ বছরে শুধু ইংল্যান্ডই নয়, ইউরোপের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে লিভারপুল। এই সাফল্য দরে রাখাই লিভারপুলের লক্ষ্য। ক্লপ যে সাফল্য এনে দিয়েছেন, তা ধরে রাখার জন্য স্লটের উপর চাপ থাকবে। তাঁকে এই প্রত্যাশার চাপ সামাল দিতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Manchester City: শেষ ম্যাচে সহজ জয়, টানা চতুর্থবার ইপিএল চ্যাম্পিয়ন ম্যান সিটি

Kylian Mbappe: চলতি মরসুম শেষেই পিএসজি ছাড়ছেন, ভিডিও বার্তা কিলিয়ান এমবাপের

UEFA Champions League: ন্যুয়েরের ভুলে ডুবল বায়ার্ন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল