English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির টানা দ্বিতীয় জয়।আর্লিং হালান্ড সিটির হয়ে জয়সূচক গোলটি করেন।
English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির টানা দ্বিতীয় জয় (english premier league 2025 schedule)। ব্রেন্টফোর্ডকে এক গোলে হারিয়ে ফের একবার জয় ছিনিয়ে নিল সিটি। ম্যাচের ৯ মিনিটে, আর্লিং হালান্ড সিটির হয়ে জয়সূচক গোলটি করেন। আর এই জয়ের সুবাদে, ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যাঞ্চেস্টার সিটি (english premier league 2025 points table)।
লিগ টেবিলে ১৩ নম্বরে কারা?
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য আরেকটি ম্যাচে, অ্যাস্টন ভিলা টানা দ্বিতীয় জয় পেয়েছে। তারা বার্নলিকে ২-১ গোলে পরাজিত করেছে। ডোনাল ম্যালেনের জোড়া গোলের সুবাদে ভিলা এই জয় পেয়েছে। তার ফলে, ৭ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা এই মুহূর্তে লিগ টেবিলে ১৩ নম্বরে রয়েছে। অন্যদিকে, প্রিমিয়ার লিগের লড়াইতে নিউক্যাসল ইউনাইটেডও জয় ছিনিয়ে নিয়েছে। তারা নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে।
খেলার ৫৮ এবং ৮৪ মিনিটে, নিউক্যাসল হয়ে গোল করেন যথাক্রমে ব্রুনো এবং নিক ভল্টমেইড। এদিকে ৭ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে নিউক্যাসল আবার লিগ টেবিলে ১১ নম্বরে রয়েছে। অন্য একটি ম্যাচে, ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে দিয়েছে এভার্টন। তারা ২-১ গোলে জয় পেয়েছে। উল্লেখ্য, প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর, এভার্টন এই রুদ্ধশ্বাস জয় তুলে নেয়।
৭ ম্যাচ থেকে ১১ পয়েন্ট
খেলার ৭৬ মিনিটে, পেনাল্টি থেকে গোল করেন ইলিম্যান এবং অতিরিক্ত সময়ে গোল করেন জ্যাক গ্রিলিশ। তারাই হলেন এদিন এভার্টনের জয়ের নায়ক। এই জয়ের সুবাদে, ৭ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে এভার্টন লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে।
তবে সিটির কথা কিন্তু আলাদাভাবে বলতেই হয়। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির টানা দ্বিতীয় জয় এল। ব্রেন্টফোর্ডকে এক গোলে হারিয়ে ফের একবার জয় ছিনিয়ে নিল ইয়ারা। ম্যাচের ৯ মিনিটে, আর্লিং হালান্ড সিটির হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন এদিন।
আর এই জয়ের সুবাদে, ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যাঞ্চেস্টার সিটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


